‘ফ্যামিলি ডে’তে শিল্পীদের মিলনমেলা
Published: 31st, May 2025 GMT
রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে গতকাল যেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের মিলনমেলা হয়ে উঠেছিল। সব বয়সী শিল্পীদের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ‘অ্যাক্টরস ফ্যামিলি ডে ও অভিষেক’।
শুভেচ্ছা বক্তৃতায় সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘সব বিভেদ ভুলে শিল্পীদের এক থাকতে হবে। আমি বিশ্বাস করি, শিল্পীদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমি এবং আমার পুরো কমিটির চেষ্টা থাকবে মেয়াদকালে যাতে শিল্পীদের জন্য দৃশ্যমান কিছু করা যায়। গত কমিটির প্রতি কৃতজ্ঞতা, তাদের অনেক নতুন উদ্যোগ আমাদের কাজকে সহজ করে দিয়েছে।’
সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘এ আয়োজনটির জন্য এক মাসের মতো সময় পেয়েছি, চেষ্টা করেছি যাতে সবাইকে এক ছাদের নিচে আনতে পারি। আজ সবাইকে একসঙ্গে দেখে বুক ভরে যাচ্ছে। এ পরিশ্রম সার্থক। অগ্রজদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সাত উপদেষ্টা—দিলারা জামান, আবুল হায়াত, মামুনুর রশীদ, ডলি জহুর, খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও আহসান হাবিব নাসিমকে উত্তরীয় পরিয়ে দেন অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম। যুক্তরাষ্ট্রে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি মামুনুর রশীদ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’