রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে গতকাল যেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের মিলনমেলা হয়ে উঠেছিল। সব বয়সী শিল্পীদের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ‘অ্যাক্টরস ফ্যামিলি ডে ও অভিষেক’।

শুভেচ্ছা বক্তৃতায় সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘সব বিভেদ ভুলে শিল্পীদের এক থাকতে হবে। আমি বিশ্বাস করি, শিল্পীদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমি এবং আমার পুরো কমিটির চেষ্টা থাকবে মেয়াদকালে যাতে শিল্পীদের জন্য দৃশ্যমান কিছু করা যায়। গত কমিটির প্রতি কৃতজ্ঞতা, তাদের অনেক নতুন উদ্যোগ আমাদের কাজকে সহজ করে দিয়েছে।’

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘এ আয়োজনটির জন্য এক মাসের মতো সময় পেয়েছি, চেষ্টা করেছি যাতে সবাইকে এক ছাদের নিচে আনতে পারি। আজ সবাইকে একসঙ্গে দেখে বুক ভরে যাচ্ছে। এ পরিশ্রম সার্থক। অগ্রজদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সাত উপদেষ্টা—দিলারা জামান, আবুল হায়াত, মামুনুর রশীদ, ডলি জহুর, খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ ও আহসান হাবিব নাসিমকে উত্তরীয় পরিয়ে দেন অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম। যুক্তরাষ্ট্রে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি মামুনুর রশীদ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ