যুক্তরাষ্ট্রে একটি ট্রাক উল্টে গেলে তাতে বাক্সের ভেতরে রাখা প্রায় ২৫ কোটি মৌমাছি বেরিয়ে পড়েছে। পুরো এলাকায় সেসব উড়ে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌমাছির কামড় থেকে এলাকাবাসীকে বাঁচাতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। সেখানে কানাডা সীমান্তের কাছে একটি সড়কে প্রায় ৭০ হাজার পাউন্ড (৩১ হাজার ৭৫০ কেজি) সক্রিয় মৌচাক–বোঝাই ওই ট্রাকটি উল্টে যায়। পরে বেশ কয়েকজন অভিজ্ঞ মৌচাষি জরুরি পরিষেবা কর্মকর্তাদের সেগুলো ধরতে সহায়তা করছেন।

ট্রাক উল্টে মৌমাছিগুলো বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, তাদের লক্ষ্য যত বেশি সম্ভব মৌমাছিকে রক্ষা করা।

মৌমাছি উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে ডব্লিউসিএসও।

হোয়াটকম কাউন্টি শেরিফ লিখেছেন, ‘২৫ কোটি মৌমাছি এখন উড়ে বেড়াচ্ছে। মৌমাছি ছড়িয়ে পড়া এবং মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়ার ঝুঁকি থাকায় ওই এলাকা এড়িয়ে চলুন।’

মৌচাষের বাক্সগুলো পুনঃস্থাপন করতে মৌচাষিরা পুলিশকে সহায়তা করছেন বলেও জানান কাউন্টি শেরিফ। মধু উৎপাদনের জন্য এসব বাক্সে রেখে মৌমাছির চাষ করা হয়।

ডব্লিউসিএসও বলেছে, তাদের পরিকল্পনা হলো মৌমাছিগুলোকে আবার তাদের বাক্সে (হাইভে) ফিরে যেতে দেওয়া এবং রানি মৌমাছিকে খুঁজে বের করা। এ কাজ শেষ করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

গত শুক্রবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুলিশের পক্ষ থেকে মৌচাষিদের ধন্যবাদ দিয়ে তাঁরা অসাধারণ কাজ করছেন বলে জানানো হয়েছে। বলা হয়েছে, দুই ডজনের বেশি মৌচাষি মৌমাছি উদ্ধারকাজে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাঁরা ঘটনাস্থলে এসে কাজ করছেন।

গতকাল শনিবার সকালের মধ্যে বেশির ভাগ মৌমাছি তাদের বাক্সে ফেরত যাবে বলেও কর্তৃপক্ষ আশা প্রকাশ করা হয়েছে।

কোনো কোনো মৌচাষি শুধু মধু উৎপাদনের জন্য কাজ করেন। তবে অনেকে তাঁদের মৌমাছির বাক্সগুলো কৃষকদের কাছে ভাড়া দেন। ফসলের পরাগায়ণে মৌমাছি খুবই প্রয়োজনীয় পতঙ্গ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করছ ন

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ