ট্রাক উল্টে ছড়িয়ে পড়েছে ২৫ কোটি মৌমাছি
Published: 1st, June 2025 GMT
যুক্তরাষ্ট্রে একটি ট্রাক উল্টে গেলে তাতে বাক্সের ভেতরে রাখা প্রায় ২৫ কোটি মৌমাছি বেরিয়ে পড়েছে। পুরো এলাকায় সেসব উড়ে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌমাছির কামড় থেকে এলাকাবাসীকে বাঁচাতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে। সেখানে কানাডা সীমান্তের কাছে একটি সড়কে প্রায় ৭০ হাজার পাউন্ড (৩১ হাজার ৭৫০ কেজি) সক্রিয় মৌচাক–বোঝাই ওই ট্রাকটি উল্টে যায়। পরে বেশ কয়েকজন অভিজ্ঞ মৌচাষি জরুরি পরিষেবা কর্মকর্তাদের সেগুলো ধরতে সহায়তা করছেন।
ট্রাক উল্টে মৌমাছিগুলো বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, তাদের লক্ষ্য যত বেশি সম্ভব মৌমাছিকে রক্ষা করা।
মৌমাছি উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে ডব্লিউসিএসও।
হোয়াটকম কাউন্টি শেরিফ লিখেছেন, ‘২৫ কোটি মৌমাছি এখন উড়ে বেড়াচ্ছে। মৌমাছি ছড়িয়ে পড়া এবং মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়ার ঝুঁকি থাকায় ওই এলাকা এড়িয়ে চলুন।’
মৌচাষের বাক্সগুলো পুনঃস্থাপন করতে মৌচাষিরা পুলিশকে সহায়তা করছেন বলেও জানান কাউন্টি শেরিফ। মধু উৎপাদনের জন্য এসব বাক্সে রেখে মৌমাছির চাষ করা হয়।
ডব্লিউসিএসও বলেছে, তাদের পরিকল্পনা হলো মৌমাছিগুলোকে আবার তাদের বাক্সে (হাইভে) ফিরে যেতে দেওয়া এবং রানি মৌমাছিকে খুঁজে বের করা। এ কাজ শেষ করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
গত শুক্রবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুলিশের পক্ষ থেকে মৌচাষিদের ধন্যবাদ দিয়ে তাঁরা অসাধারণ কাজ করছেন বলে জানানো হয়েছে। বলা হয়েছে, দুই ডজনের বেশি মৌচাষি মৌমাছি উদ্ধারকাজে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাঁরা ঘটনাস্থলে এসে কাজ করছেন।
গতকাল শনিবার সকালের মধ্যে বেশির ভাগ মৌমাছি তাদের বাক্সে ফেরত যাবে বলেও কর্তৃপক্ষ আশা প্রকাশ করা হয়েছে।
কোনো কোনো মৌচাষি শুধু মধু উৎপাদনের জন্য কাজ করেন। তবে অনেকে তাঁদের মৌমাছির বাক্সগুলো কৃষকদের কাছে ভাড়া দেন। ফসলের পরাগায়ণে মৌমাছি খুবই প্রয়োজনীয় পতঙ্গ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: করছ ন
এছাড়াও পড়ুন:
ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু
ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।
এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
ঢাকা/সৌরভ/মেহেদী