গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় একটি কারখানায় পানি পান করে প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে সাইনবোর্ডের রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে কারখানায় যান শ্রমিকেরা। বেলা ১১টার দিকে টিফিনের বিরতিতে কারখানার পানি পান করলে প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময়ে অন্য শ্রমিকেরা তাঁদের স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক অসুস্থ হন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, কারখানার পানি পান করার পর থেকে কারখানার ৬২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। চিকিৎসকেরা বলেছেন, এটি পানিবাহিত রোগ। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠছেন। এ ঘটনার পর কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স থ হয় প ন কর

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ