‎আসন্ন ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (‎১ জুন) এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান।

‎আদেশে বলা হয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাম্পাসে ছুটি চলাকালে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রেখে প্রবেশ করতে পারবেন।

আরো পড়ুন:

মিডিয়া অ্যাওয়ার্ড দিল চবিসাস

ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলা

‎এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎এদিকে ছুটির সময় হল খোলা থাকবে কিনা জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ বলেন, “অনেক শিক্ষার্থী ছুটিতে হলে থাকেন, বিশেষ করে যারা বিসিএস বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এজন্য এবারের ঈদেও হল খোলা থাকবে।”

তিনি আরো বলেন, “ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও যারা হলে থাকবেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে সে ক্ষেত্রে আগেই নাম এন্ট্রি করতে হবে।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ