অভিনয় ক্যারিয়ারে এটাই ছিল আমার ব্যস্ততম ঈদ: নওবা
Published: 2nd, June 2025 GMT
নওবা তাহিয়া হোসাইন। অভিনেত্রী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে প্রকাশ পেয়েছে তাঁর অভিনীত নাটক ‘গ্যাংস্টার ব্রোস’। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন
‘গ্যাংস্টার ব্রোস’ নাটকটির দর্শক প্রতিক্রিয়া জানার কী সুযোগ হয়েছে?
কাছের মানুষরা নাটকটি দেখে ভালোলাগার কথা জানিয়েছেন। সবাই আমার লুকটা বেশি পছন্দ করেছেন। গল্পটি অসাধারণ। এ কারণে কাজটি দর্শকের ভালো লেগেছে। ইরফান সাজ্জাদ ও পাভেল ভাইয়ের সঙ্গে এটিই ছিল আমার প্রথম কাজ। সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো ছিল।
শুনেছি, এবারের ঈদে নাটকে কাজ করেননি। কারণ কী?
পড়াশোনা নিয়েই একটু ব্যস্ত সময় যাচ্ছে। এ কারণে ঈদে নতুন কোনো নাটকে অভিনয় করিনি। অনেক দিন ধরে মনে হচ্ছিল একই রকমের অনেকগুলো কাজ করেছি। ভালো কাজ করার জন্য মাঝেমধ্যে বিরতি নেওয়া দরকার। বিরতি নিলে কাজের একঘেয়েমি দূর হয়। কাজ করতে করতে হাফিয়ে উঠেছিলাম। তবে এটি সাময়িক বিরতি। আগস্টের পরে পুরোদমে কাজে ফিরব। পরবর্তী উৎসবগুলোতে আমাকে পর্দায় বেশি বেশি দেখা যাবে বলে আশা করছি। গত রোজার ঈদে অনেকগুলো কাজ করেছিলাম। এমনকি চাঁদরাত পর্যন্ত শুটিং হয়েছে। অভিনয় ক্যারিয়ারে এটাই ছিল আমার ব্যস্ততম ঈদ। অভিনয় শুরুর পর এর আগেও একবার ঈদ পালন করেছি। এতটা ব্যস্ত ছিলাম না; তবে এই ঈদে দর্শকরা একেবারেই নিরাশ হবেন না। আগে কিছু কাজ করা ছিল, যা এই ঈদে প্রচার হবে।
ওটিটি দিয়ে পরিচিতি পেয়েছেন। সেখানে খুব একটা পাওয়া যায় না আপনাকে?
হ্যাঁ, ওটিটি আমাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দিয়েছে। তবে ওটিটি থেকে খুব একটা কাজ এসেছে, তেমন নয়। মাঝে একটা কাজ এসেছিল, তবে ব্যাটেবলে মেলেনি। ওটিটির কাজে বেশি সময় দরকার। ওই সময়ে আমার হাতে বেশি সময় ছিল না। আমি ওটিটির ভক্ত। এটি অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে ভালো ভালো কাজ হচ্ছে। আমি ওটিটিতেও বেশি বেশি কাজ করতে চাই।
এবার ঈদের পরিকল্পনা কী?
আমি ঢাকার মেয়ে। প্রতিবারের মতো এবারও ঢাকায় ঈদ উদযাপন করব। দাদাদাদি, মাবাবাসহ পরিবারের সদস্য ও বন্ধুরা ঢাকায় থাকেন। সবার সঙ্গে ঈদে আনন্দময় সময় কাটবে। আমার ঈদের সকাল শুরু হয় মায়ের হাতের সেমাই দিয়ে। বিকেলে একটু ঘোরাঘুরি করব। রাতটা শেষ হয় খুশির ঘুম দিয়ে।
অভিনয় নিয়ে স্বপ্নের কথা বলুন?
আমি এখনও পড়াশোনা করছি, সঙ্গে অভিনয়ে ক্যারিয়ার গড়ছি। দুটি একসঙ্গে ভারসাম্য করা কঠিন। পড়াশোনা ঠিক রেখে যতটুকু অভিনয়ে মন দেওয়া যায়, সেটা চেষ্টা করি। নিরীক্ষাধর্মী কাজ আমার পছন্দের। এ কারণে বেশি বেশি নিরীক্ষাধর্মী কাজ করতে চাই। আগামীতে অসাধারণ সব কাজ আসুক। সর্বোপরি ভালো কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা পেতে চাই।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র ট ভ ন টক ক জ কর
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।