ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের
Published: 2nd, June 2025 GMT
গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং যেন কখনোই নিয়মে বাঁধা থাকেনি। কখনো লেগ স্টাম্পের বাইরে থেকে স্কুপ, কখনো হাঁটতে হাঁটতে মিডউইকেটের ওপারে ছয়। ২০২৩ সালে বিশ্বকাপে আতঙ্ক হয়ে উঠেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে বিশ্বকাপ ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন একা হাতে। যেখানে খোঁড়ানো পায়ে দাঁড়িয়েও মাটি কাঁপিয়েছিলেন।
এমন একজন ক্রিকেটারের মুখে হঠাৎ করে “আমি যেন দলকে পেছনে টেনে ধরছি”— এমন স্বীকারোক্তি অস্বস্তির মতোই চমকে দেয়। আর সেই উপলব্ধি থেকেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটে ঝড় তুলতে পারলেও, শরীর আর সেই আগের মতো সাড়া দিচ্ছে না। সেটাই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।
সম্প্রতি এক পডকাস্টে আবেগঘন কণ্ঠে বললেন ম্যাক্সওয়েল, “আমি দেখছি, আমার শরীর এখন কন্ডিশনের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না। ম্যাচের সময় মাঠে নিজের মান অনুযায়ী পারফর্ম না করতে পারলে নিজেরই খারাপ লাগে। তখন মনে হয়, হয়তো আমি দলকে আটকে দিচ্ছি।”
আরো পড়ুন:
পাকিস্তানের বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত
দল গোছাতে সময় চাইলেন সিমন্স
২০২২ সালে পা ভাঙার যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল, তার রেশ থেকেই আজকের সিদ্ধান্ত। তিনি বলেন, “ওই ইনজুরির পর আমি সব সময় শতভাগে পৌঁছাতে পারিনি। ওয়ানডে ম্যাচে চাপ অনেক বেশি। আমি বুঝেছি, দীর্ঘ মেয়াদে এই ভার আমি বহন করতে পারব না।”
অবসর নেয়ার আগে ১৪৯টি ওয়ানডে খেলেছেন, যেখানে ৩ হাজার ৯৯০ রান করেছেন ৩৩.
ম্যাক্সওয়েল এই সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নির্বাচক জর্জ বেইলির সঙ্গেও বিস্তর আলোচনা করেছেন। তিনি জানালেন, “২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। তবে সত্যি বলতে, আমি মনে করি না, তখনও এই ফরম্যাটে ফিট থাকব।”
টেস্ট ক্রিকেট থেকে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ালেও, মূলত এই ফরম্যাটে তাকে দেখা যায় না। মাত্র ৭টি টেস্ট খেলে থেমে আছে তার সাদা পোশাকের ক্যারিয়ার।
তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। গ্লোবাল লিগে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও এই সংক্ষিপ্ত সংস্করণে খেলে যেতে চান তিনি।
অবসর মানে কি থেমে যাওয়া? গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে হয়তো না। তারা শুধু ভিন্নভাবে ফিরে আসেন। হয়তো কোন একদিন, আবারও শর্ট কভার দিয়ে স্লগ করে ছক্কা হাঁকাতে দেখা যাবে ‘ম্যাড ম্যাক্স’কে। হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ন ম য ক সওয় ল ব শ বক প
এছাড়াও পড়ুন:
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান
আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’
ঢাকা/সোহাগ/রাজীব