মাদকসেবী ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা আটক, বাবা-ভাই পলাতক
Published: 2nd, June 2025 GMT
বন্দর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত ছেলে আজিম মিয়া (৩৮)কে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম (৫৫)) কে আটক করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিম মিয়া দুই সন্তানের জনক ও ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আটককৃত- আনোয়ারা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ও নিহত নিহত আজিম মিয়ার মা। অভিযুক্তরা হলেন- নিহত আজিম মিয়ার বাবা মোহাম্মদ আলী, তার ভাই দিদার ও অনোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আজিম একজন মাদক সেবী। তিনি প্রায় সময় মাদক ব্যবসার টাকা জন্য তার বাবা-মা সহ তার ভাইদের নানা ভাবে হয়রানি ও অত্যাচার করতো। সোমবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে আজিমের সাথে তার বাবা ও ভাইদের সাথে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলী, ভাই দিদার হোসেন ও অনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে বুকে আঘাতসহ মারধর করে। এ সময় শ্বাসরোধ করে আজিমকে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী দিবা বেগম বলেন, সকালে আমার স্বামীকে তার বাবা ও ভাইয়ের মিলে মারধর করে হত্যা করেছে। আমার স্বামীকে মারধরের সময় আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকেও কিল ঘুষি মেরেছে। আমি এই ঘটনায় মামলা করবো।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নিহত আজিম একজন মাদক সেবী ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে আজ সকালে তার বাবা ও ভাইয়ের সাথে আজিমের কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে তাকে মারধর করে ও শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের মাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ আজ ম ম য় ন হত র ম রধর
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ