২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত বা অবৈতনিক সেবামূলক কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর এ বক্তব্য স্বাগতকে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা আরও বলেন, নারীর অবৈতনিক কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেন্ডার সমতা অর্জনের জন্য জাতীয় বাজেটে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরাচরিত অর্থনৈতিক সূচকগুলোর কারণে নারীর অবৈতনিক গৃহস্থালি শ্রমের অবদান প্রায়ই অদৃশ্য থেকে যায়।’

মানুষের জন্য ফাউন্ডেশন ১৫ বছর ধরে নারীর অস্বীকৃত কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। স্যাটেলাইট অ্যাকাউন্টের (পরিপূরক হিসাব পদ্ধতি, যা জাতীয় হিসাবব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হলেও প্রধান হিসাবকাঠামোকে প্রভাবিত করে না, বরং নির্দিষ্ট খাত বা বিষয়ের বিশ্লেষণ ও গভীর তথ্য দেয়) মাধ্যমে এ কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করা গেলে, তা ঐতিহাসিক পদক্ষেপ হবে। এ স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তাঁর প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে এবং ঘরে ও সমাজে তাঁর প্রতি সহিংসতা কমাতে সহায়ক হবে বলে মনে করেন শাহীন আনাম।

এমজেএফ উদ্যোগে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক জরিপে দেখা গেছে, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাঁদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৯ গুণ বেশি।

এমজেএফ বিশ্বাস করে, সমান অধিকার নিশ্চিত করতে নারী এগিয়ে যাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এ সডিজি) পঞ্চম লক্ষ্য অর্জনে বাংলাদেশ সচেষ্ট হবে। বাজেটের এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)

ওভালে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ–নির্ধারণী পঞ্চম টেস্ট। জিম্বাবুয়েতে আজ যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

লিজেন্ডস ক্রিকেট: সেমিফাইনাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২

১ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ

  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • সবজির দামে স্বস্তি, মজুরি বৃদ্ধির হার এখনো কম
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • গ্যাস অপচয়ে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকার বেশি: পেট্রোবাংলা
  • সার আমদানি ও জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
  • জুলাইয়ের ২৭ দিনে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি