জুতার সোলে ২ কোটি টাকার স্বর্ণ, যুবক আটক
Published: 3rd, June 2025 GMT
যশোরে ১২ পিস স্বর্ণের বারসহ লিটন রায় নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের দাম ২ কোটি টাকার বেশি।
সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে লিটনকে আটক করে বিজিবি। তার জুতার সোলের ভিতর থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়। লিটন রায় ঢাকার শাঁখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে লিটন রায়কে আটক করে বিজিবির একটি টহলদল। এ সময় তার জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।
তিনি আরো জানান, লিটন রায় ঢাকা থেকে যশোর হয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। ঝিনাইদহ সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল তার। ঢাকার শাঁখারি বাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করা হয়েছে।
স্বর্ণসহ আটক লিটন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/প্রিয়ব্রত/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ র ব র ল টন র য র এল ক
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি