শরীয়তপুরে নিঃস্ব হয়ে ফিরলেন দুই তরুণ
Published: 3rd, June 2025 GMT
আহসান উল্লাহ ও আলতাফ হোসেনের বয়স ৩০ বছর। গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে কৃষিকাজ করতেন। সংসারের অভাব দূর করতে তাঁরা দুজন দালালের মাধ্যমে ইতালি যাত্রা করেন। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে তাঁদের দেশে ফিরতে হয়েছে।
দুই দফা মুক্তিপণ দিয়ে তাঁদের দুজনকে ফিরিয়ে আনতে পরিবারের ব্যয় করতে হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। আহসান উল্লাহ ও আলতাফ হোসেনের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামে।
ওই দুই তরুণের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনুয়া গ্রামের কৃষক গনি বলির ছেলে আহসান উল্লাহ ও দুলাল ছৈয়ালের ছেলে আলতাফ হোসেনের মাঝপথে পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ শুরু করেন। গত বছর পাশের বাংলাবাজার এলাকার হারুন লস্করের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য ১৬ লাখ টাকা করে চুক্তি করেন।
আহসান ও আলতাফ জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁরা ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন। প্রথমে তাঁদের নেওয়া হয় শ্রীলঙ্কা। সেখানে ২৪ দিন রাখার পর সংযুক্ত আরব আমিরাত ও মিসর হয়ে নেওয়া হয় লিবিয়ার ত্রিপোলিতে। ত্রিপোলি এলাকা থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর জন্য গত বছরের ১৬ নভেম্বর একটি ইঞ্জিনচালিত নৌযানে ওঠানো হয়। নৌযানটি ২০ মিনিট চলার পর পুলিশ তাঁদের আটক করে। পুলিশের কাছ থেকে চুক্তি করা দালাল তাঁদের ছাড়িয়ে আনেন। এরপর তাঁদের লিবিয়ার জাওয়াইয়া এলাকার একটি স্থানে আটকে রাখা হয়। নির্যাতন করে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়। ওই দুই তরুণ আবার ওই দালালদের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। সে অনুযায়ী, গত ১ জানুয়ারি আবার জোয়ারা নামক সমুদ্র তীরবর্তী একটি স্থান থেকে নৌযানে ওঠানো হয়। এবারও ২০ মিনিট নৌযানটি চলার পরে পুলিশ সমুদ্র থেকে তাঁদের আটক করে। দালালেরা তাঁদের আবার জাওয়াইয়া এলাকার আরেকটি স্থানে আটকে রাখেন। আটকের পর তাঁদের নির্যাতন করা হয়। ভিডিও কলে ওই নির্যাতনের দৃশ্য পরিবারের সদস্যদের দেখিয়ে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ দেওয়ার পর দালালেরা তাঁদের ছেড়ে দেন। পরে ওই দুই তরুণ ৭ মে দেশে ফিরে আসেন।
পাঁচ ভাই, দুই বোন ও বাবা-মাকে নিয়ে ৯ সদস্যের বড় পবিরার আহসান উল্লাহর। পরিবারটিতে অর্থনৈতিক সচ্ছলতা ছিল না। পরিবারের সচ্ছলতা ফেরাতে জমি বন্ধক রেখে ও ঋণ করে তাঁকে ইতালি পাঠানোর উদ্যোগ নেয় পরিবার।
আহসান উল্লাহ বলেন, ‘সচ্ছলতা ফিরবে, এমন স্বপ্ন নিয়ে ইতালি যাওয়ার জন্য ঘর ছেড়েছিলাম। প্রথমে দালালের হাতে ১৬ লাখ টাকা তুলে দিই। এরপর লিবিয়া পৌঁছানোর পর দালালের খপ্পরে পড়ে দুই দফায় পাতানো গেমের খপ্পরে পড়ি। দুই দফায় জিম্মি হই। গেম ও বন্দিদশা থেকে মুক্ত করার জন্য ওই চক্রকে চার দফায় আরও ৪৯ লাখ টাকা দেয় পরিবার। ওই টাকা জোগান দিতে ফসলি জমি বিক্রি করতে হয়েছে। আমাকে বাঁচাতে পরিবার এখন নিঃস্ব হয়ে গেল।’
আলতাফ হোসেনের চার ভাই ও বাবা-মাকে নিয়ে সংসার। বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। পরিবারের অভাব দূর করতে তাঁকেও ইতালি পাঠানোর জন্য দালালের সঙ্গে লিবিয়া পাঠানো হয়। পাঁচ দফায় ৬৫ লাখ টাকা ব্যয় করে নিঃস্ব আলতাফের পরিবার।
আলতাফ বলেন, ‘দালালের ট্র্যাপে পড়েছি, তা বুঝতে পারিনি। সমুদ্রপথে ইঞ্জিনচালিত বোটে করে ইতালি নেওয়ার পাতানো গেমের কথা বলে দুবার আমাদের যাত্রা শুরু করা হয়। কিছু দূর যাওয়ার পর পুলিশ ধরে, আবার দালালের লোকজন ছাড়িয়ে এনে ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। সেই অমানুষিক নির্যাতনের কথা মনে হলে এখনো আঁতকে উঠি। পরিবারকে নিঃস্ব করে দিয়ে জীবন নিয়ে দেশে ফিরেছি।’
ভেদরগঞ্জের বাংলাবাজার এলাকার হারুন লস্করের মাধ্যমে ওই দুই তরুণ লিরিয়া যান। ভেদরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ করেছে আহসান উল্লাহর পরিবার। জানতে চাইলে হারুন লস্কর বলেন, ‘তাদের কোন দালাল চক্র হয়রানি করেছে বা জিম্মি করেছে, তা আমি জানি না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘শরীয়তপুরের বিভিন্ন এলাকার মানুষ ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। এ এলাকার তরুণদের মধ্যে ইউরোপে যাওয়ার প্রবণতা রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশ কিছু চক্র অবৈধভাবে মানব পাচারের সঙ্গে যুক্ত। আমরা কিছু মামলা নিয়ে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। ভেদরগঞ্জের ওই ঘটনাটিও তদন্ত করা হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলত ফ হ স ন র ভ দরগঞ জ পর ব র র র জন য ক জ কর এল ক র সদস য
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় দুলালী বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরো পড়ুন:
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে কৃষকের হাত-পা ও গলা বাঁধা মরদেহ উদ্ধার
নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। স্বজনরা জানান, সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছিল।
আটক দুলালী বেগম বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুলালী বেগম ছাড়াও যারা জড়িত ছিল, তা শনাক্তে তদন্ত চলছে।’’
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে সালাম আব্দুল গণি মিয়ার গোয়ালঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে দুলালী বেগম স্বামী ও আশপাশের লোকজনকে খবর দেয়। স্থানীয়রা সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পুকুরপাড়ে রেখে দেওয়া হয়। ভোরের দিকে আবার তাকে পাশের গোয়ালঘরে নিয়ে নির্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অভিযুক্ত আব্দুল গণি মিয়া বলেন, ‘‘কয়েক দিন আগে শ্যালো মেশিন চুরি হয়ে গেছে। রাতে গোয়ালে সালামকে দেখি। তাই প্রতিবেশীদের খবর দেই। পরে তারা এসে মারধর করে।’’
আটক দুলালী বেগম বলেন, ‘‘এক সপ্তাহ আগে মেশিন হারিয়েছে। রাতে শব্দ শুনে দেখি গোয়ালের বাঁধন খুলছে। পরে লোকজন এসে মারধর করে।’’
নিহতের স্বজনরা জানান, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং মানুষের সাহায্যে জীবন চলত। তার বিরুদ্ধে আগে কখনো চুরির অভিযোগ ওঠেনি। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের তিনটি ছোট ছেলে রয়েছে, বাবাকে হারিয়ে তারা অসহায় অবস্থায় পড়েছে।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, ঘটনাস্থল দুর্গম চরাঞ্চল হওয়ায় খবর পেতে দেরি হয়। স্বজনদের বক্তব্য অনুযায়ী নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু, সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকা/মাসুম/বকুল