চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত রোববার নগরের লালদীঘি এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি আকাশ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

গত ২৮ মে বিকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্র জোট। এতে অংশ নিতে ছাত্র জোটের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে ‘শাহবাগবিরোধী ঐক্যের’  ব্যানারে একদল যুবক আসে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে গণতান্ত্রিক ছাত্র জোটের
নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। এ সময় ‘শাহবাগবিরোধী ঐক্য’র লোকজন ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে শুরুতে আকাশ চৌধুরী এক যুবককে লাথি মারেন। পরে এক নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন তিনি। 

পরে গত ৩০ মে রাতে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে বহিষ্কারের কথা জানানো হয়।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণত ন ত র ক ছ ত র জ ট র কর ম

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ