ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিভাগ খোলা হবে। এ ক্ষেত্রে প্রক্রিয়াটি মোটামুটি এ রকম:

কোনো একটি প্রতিষ্ঠিত বিভাগের কয়েকজন শিক্ষক একত্রিত হয়ে উদ্যোগটি নেন। তার মধ্যে একজন থাকেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এরপর বিভাগটি পরিচালনার জন্য কিছু লোক নিয়োগ দিতে হবে। তাই নতুন পদ সৃষ্টি করতে হবে।

এ প্রক্রিয়ায় অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে কয়েকটি পদ সৃষ্টি করেন। তবে বাস্তবতা হলো, পদ সৃষ্টির আগে থেকেই বিভাগে কয়েকজন লোক খুবই কম বেতনে চাকরি করতে থাকেন। তাঁদের বেশির ভাগই শিক্ষকদের কম যোগ্যতাসম্পন্ন আত্মীয় বা পরিচিতজন। ভবিষ্যতে স্থায়ী চাকরির আশায় তাঁরা কাজ করতে থাকেন। পরে সৃষ্ট পদে নিয়োগ পেয়ে যান। নিয়ম মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। অন্যরা আবেদন করলেও বেশির ভাগ ক্ষেত্রে চাকরি তাঁদেরই হয়, যাঁরা আগে থেকে কম বেতনে কাজ করে থাকেন।

এ প্রক্রিয়ায় বেশির ভাগ নিয়োগ কম যোগ্যতাসম্পন্ন লোকদের হয়ে থাকে।

আরও পড়ুনতরুণ শিক্ষকেরা কেন বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন২৬ জুন ২০২৪

এভাবেই রেজিস্ট্রার অফিসেও জনবল নিয়োগ দেওয়া হয়। তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। তাঁদের অনেকেই কম্পিউটারের প্রাথমিক কাজও জানেন না; ইন্টারনেট ব্যবহার সম্পর্কে তাঁদের ধারণা কম।

তাঁদের কেউ কেউ আবার বিভিন্ন দলের নেতা এবং দায়িত্বে অবহেলা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হাজারের বেশি কর্মকর্তা রয়েছেন; কিন্তু তাঁদের একটি বড় অংশের ভালো মানের শিক্ষাগত যোগ্যতার অভাব রয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী থেকেও পদোন্নতি পেয়ে কেউ কেউ কর্মকর্তা হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী একে অপরের আত্মীয় হওয়ায় দাপ্তরিক গোপনীয়তা ও পেশাদারি বজায় রাখা কঠিন।

একসময় ব্যবসায় শিক্ষা অনুষদে চারটি বিভাগ ছিল: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং। বর্তমানে বিভাগ সংখ্যা নয়টি। যেমন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ভাগ হয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স নামে একটি নতুন বিভাগ খোলা হয়েছে। অথচ ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স মাস্টার্সে আলাদা ধারা হিসেবেই থাকতে পারত।

মার্কেটিং বিভাগের একটি ধারাকে অবলম্বন করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ খোলা হয়। মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভিস মার্কেটিং, যা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিকে অন্তর্ভুক্ত করে। এর জন্য আলাদা বিভাগ প্রয়োজন ছিল না।

হাস্যকর একটি বিষয় হলো, প্রায় একই রকম ডিগ্রি একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে দেওয়া। বিবিএ ও এমবিএ ডিগ্রি ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ থেকে দেওয়া হয়। আবার ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগ আলাদাভাবে বিবিএ ও এমবিএ ডিগ্রি প্রদান করে।

দেখা যায়, বিবিএতে প্রায় ৫০ শতাংশ কোর্স সব বিভাগেই পড়ানো হয়। আরও অদ্ভুত ব্যাপার হলো, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট ডিগ্রি প্রদান করে। এক অর্থনীতি বিষয়ে দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট ডিগ্রি প্রদান করে।

অর্থনীতি নিজেই উন্নয়ন অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে। উন্নয়ন অর্থনীতির জন্য কি আলাদা বিভাগ প্রয়োজন?

ইংরেজি বিভাগ থেকে যেমন চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি দেওয়া হয়, তেমনি ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকেও ইংরেজিতে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রদান করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ বিভাগ যেমন চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রদান করে, তেমনি ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকেও জাপানিজ ল্যাঙ্গুয়েজে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রদান করা হয়। সামগ্রিকভাবে বিজ্ঞান অনুষদেও এ রকম অনেক অপ্রয়োজনীয় ও সমজাতীয় বিভাগ রয়েছে।

এভাবে বিভাগ খোলার কারণে অতি অল্প সময়ে প্রচুরসংখ্যক শিক্ষক যোগ্যতার সঙ্গে আপস করে ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের অনেকেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত থাকত; তাঁদের কাছে পড়াশোনা ছিল গৌণ। তাঁদেরই কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ন্যায়ভিত্তিক আন্দোলনে শিক্ষার্থীদের টুঁটি চেপে ধরেছে। কেউ ওয়ার্ড কমিশনার নির্বাচনের সময় লিফলেট বিলি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বিভিন্ন নির্বাচনে তাঁদের বেশির ভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়েও বেশি তৎপরতা দেখিয়েছেন।

আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ের মানসংকট ও শিক্ষক নিয়োগে ‘ঘরজামাই’ পদ্ধতি০৫ ফেব্রুয়ারি ২০২২

যেসব শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত তাঁদের অনেকেই ফাঁকিবাজ ও ক্লাসে অনিয়মিত। বর্তমানে যাঁরা শিক্ষার্থীদের নিষেধাজ্ঞার কারণে ক্লাস নিতে পারছেন না তাঁদের অনেকেই রাজনৈতিক ক্ষমতায় শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। শিক্ষক রাজনীতি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উৎকর্ষ সাধনে একটি বড় বাধা।

এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে যে বেতন পান, আরেকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেও একই পরিমাণ বেতন পান। এমনকি একজন পিএইচডি করা অধ্যাপক যে বেতন পান, পিএইচডি ছাড়াও একজন অধ্যাপক একই পরিমাণ বেতন পান।

গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে বিশ্বের নামীদামি জার্নালের মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের জার্নালের মর্যাদার সমান।

বিভাগের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে কম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বেড়েছে। এমন অনেক বিভাগ আছে যেখানে একজন শিক্ষার্থীকে মাসেও এক মুহূর্তের জন্য বই স্পর্শ করতে হয় না।

বর্তমান বেতনকাঠামোয় একজন শিক্ষকের পক্ষে সচ্ছল জীবনযাপন সম্ভব নয়। তাই তাঁরা কেউ কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন কোর্স পড়ান। একসময় কেউ কেউ ইংরেজি মাধ্যম স্কুলেও পড়াতেন। একমাত্র আর্থিক কারণেই এ বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে একজন ইংরেজি মাধ্যম স্কুলে যোগদান করেছেন। এ রকম আর্থিক অনটন থেকেই এ বিশ্ববিদ্যালয়ে নানা রকম সান্ধ্য কোর্স চালু হয়েছে, যেখানে অনেক নিম্নমানের শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

এ ধরনের শিক্ষার্থী তাহলে ক্লাসের বাইরের সময়ে কী করবে? রাজনীতি একটি বড় বিকল্প; তার সঙ্গে মাস্তানি, ক্ষমতা প্রদর্শন, ফাউ খাওয়া, আধিপত্য বিস্তার এবং সবশেষে খুনোখুনি। শিক্ষার্থীদের রাজনীতিও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমানোর জন্য যথেষ্ট দায়ী। আবার অতিরিক্ত বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীর কারণে নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ করতে হচ্ছে।

ফলে এ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন ম্লান হচ্ছে।

আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি নিরপেক্ষ হতে পারবেন১৪ সেপ্টেম্বর ২০২৪

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করে তাদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। তাদের বেশির ভাগ এসএসসি ও এইচএসসি পাস করতে গিয়ে গড়ে অনেক টাকা খরচ করেছে। কিন্তু তারাও এ বিশ্ববিদ্যালয়ে ৩০ টাকা বেতনেই পড়াশোনা করে।

অথচ ‘পরিশোধের সামর্থ্য’ অনুযায়ী তাদের বেতন ধার্য করলে সরকারের ওপর যেমন চাপ কমবে, তেমনি বিশ্ববিদ্যালয়ও নিজস্ব তহবিলে অনেকটাই চলতে পারবে। আর্থিক সক্ষমতার ফলে বিশ্ববিদ্যালয় গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে পারবে, গবেষণায় প্রয়োজনীয় টাকা বরাদ্দ দিতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য ব্যয় করার সুযোগ বাড়বে।

বর্তমান বেতনকাঠামোয় একজন শিক্ষকের পক্ষে সচ্ছল জীবনযাপন সম্ভব নয়। তাই তাঁরা কেউ কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন কোর্স পড়ান। একসময় কেউ কেউ ইংরেজি মাধ্যম স্কুলেও পড়াতেন। একমাত্র আর্থিক কারণেই এ বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে একজন ইংরেজি মাধ্যম স্কুলে যোগদান করেছেন।

এ রকম আর্থিক অনটন থেকেই এ বিশ্ববিদ্যালয়ে নানা রকম সান্ধ্য কোর্স চালু হয়েছে, যেখানে অনেক নিম্নমানের শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

এ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন হাজার হাজার বহিরাগত আড্ডা দিতে আসে, বেপরোয়া গতিতে গাড়ি চালায়, গভীর রাত পর্যন্ত আবাসিক এলাকা–সংলগ্ন রাস্তায় আড্ডা দেয়, উচ্চ স্বরে গানবাজনা করে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে বিশেষ করে আবাসিক পরিবেশকে ব্যাহত করে।

আমরা যদি এ বিশ্ববিদ্যালয় নিয়ে বড় রকমের স্বপ্ন দেখতে চাই, তাহলে এ বিষয়গুলোর সমাধান করতেই হবে। অনেকগুলো বিভাগ একত্রীকরণের সময় এসেছে। বিভাগগুলোতে সিলেবাস এমন হওয়া উচিত যেখানে একজন শিক্ষার্থী দৈনিক গড়ে ৪-৫ ঘণ্টা পড়াশোনা করবে। বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর শিক্ষার্থী ভর্তির চাপ কমিয়ে আনতে হবে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির নীতিমালা ঢেলে সাজাতে হবে, যাতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পায়।

এ বিশ্ববিদ্যালয়ের আলাদা বেতনকাঠামো প্রয়োজন, যা কোনোভাবেই আমলাদের সঙ্গে সামঞ্জস্য রেখে হবে না। কারণ, এটি দেশের প্রধান বিশ্ববিদ্যালয়; এখনো এখানে দেশসেরা শিক্ষার্থীরাই শিক্ষক হন। দেশে-বিদেশে অনেক সুযোগ বাদ দিয়ে তাঁরা অনেকে এখানে কাজ করেন। শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়িয়ে তাঁদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার মানও বাড়ানো দরকার।

আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকটকে পুঁজি করে শিক্ষক রাজনীতি জিইয়ে রাখার ফাঁদ বন্ধ হোক। শিক্ষকেরা রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হবেন না। তাঁরা বিশ্বমানের গবেষণা করবেন এবং শুভবুদ্ধি দ্বারা চালিত হবেন। শিক্ষার্থীরাও গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। শিক্ষার্থীদের বহনকারী লাল বাসগুলো ঢাকা শহরে আতঙ্কের প্রতীক হয়ে উঠবে না। উল্টো পথে তো নয়ই, সঠিক পথেই আইন মেনে চলাচল করবে। নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত রাস্তাটি সিটি করপোরেশনের হলেও দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এটি যান চলাচলের জন্য সীমিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তাঁদের বুঝতে হবে বিশ্ববিদ্যালয় ঘুরতে আসা কোনো উন্মুক্ত স্থান নয়। এ–ও বুঝতে হবে, অপ্রয়োজনীয় বিভাগ খোলা ও অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আরও বুঝতে হবে রাজনীতির কাছে নতজানু না হয়ে বিবেক দ্বারা পরিচালিত হলে এ বিশ্ববিদ্যালয় তাঁদের দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ড.

মো. মাইন উদ্দিন অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ র বছর ম য় দ অন র স ড গ র একজন শ ক ষ দ র অন ক ই কর মকর ত য গ যত র প এইচড ভর ত র কর ছ ন আর থ ক র জন ত র জন য র একট এ রকম

এছাড়াও পড়ুন:

দারফুরে ধর্ষণ-মুক্তিপণ-হত্যা: আরএসএফের ভয়াবহ নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর শহরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)–এর কাছ থেকে পালিয়ে আসা ক্ষুধার্ত এবং নির্যাতিত মানুষেরা বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের কাছে তাঁদের ভয়ংকর অভিজ্ঞতাগুলো বর্ণনা করছেন। তবে তাঁরা পালাতে পারলেও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের শহর ছিল রাজ্যটিতে সুদানি সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি। গত রোববার আরএসএফ বাহিনী এটির দখল নেয়। এরপর থেকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা স্থানীয় মানুষের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এরই মধ্যে দারফুরে ধর্ষণ, মুক্তিপণ ও গণহত্যাসহ অন্যান্য নির্যাতনের কথা সামনে আসছে।

আলখেইর ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন। তিনি বলেন, রোববার এল-ফাশের থেকে পালানোর চেষ্টার সময় ৩০০ জনকে আটক করে আরএসএফ। তিনিও ওই দলে ছিলেন। তবে আটককারীদের একজন তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইসমাইল বলেন, ‘খার্তুমের বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গে পড়াশোনা করেছেন এমন একজন তরুণ সেখানে ছিলেন। তিনি তাঁদের বললেন, “ওকে হত্যা করো না”। এরপর তাঁরা আমার সঙ্গে থাকা সব তরুণ ও আমার বন্ধুদের হত্যা করেন।’

তাবিলা এলাকায় পালিয়ে আসা অন্য নাগরিকেরাও তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তেমনই একজন তাহানি হাসান। তিনি বলেন, ‘হঠাৎ করেই তাঁরা সেখানে হাজির হলেন। কোথা থেকে এলেন জানি না। ভিন্ন ভিন্ন বয়সী তিন তরুণকে দেখা গেল। তাঁরা আকাশে গুলি ছুড়লেন এবং বললেন, ‘থামো, থামো’। তাঁরা আরএসএফের পোশাকে ছিলেন।’

আলখেইর ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন। আলখেইর বলেছেন, রোববার এল-ফাশের থেকে পালানোর চেষ্টা করার সময় ৩০০ জনকে আটক করে আরএসএফ। তিনিও ওই দলে ছিলেন। তবে আটককারীদের একজন তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত ব্যক্তি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তাহানি হাসান বলেন, ‘এই তরুণেরা আমাদের বেধড়ক মারধর করেছেন। আমাদের পোশাক মাটিতে ছুড়ে ফেলেছেন। এমনকি আমি একজন নারী হওয়ার পরও আমাকে তল্লাশি করা হয়েছে। হামলাকারীরা সম্ভবত বয়সে আমার মেয়ের চেয়েও ছোট হবে।’

ফাতিমা আবদুলরহিম তাঁর নাতি–নাতনিদের সঙ্গে তাবিলাতে পালিয়ে এসেছেন। তিনি বলেন, পাঁচ দিন ধরে অনেক কষ্ট করে হেঁটে তাবিলাতে পৌঁছাতে পেরেছেন।

ফাতিমা বলেন, ‘তাঁরা (আরএসএফের সদস্যরা) ছেলেশিশুগুলোকে মারলেন এবং আমাদের সব সম্পদ কেড়ে নিলেন। আমাদের কিছুই রাখা হলো না। আমরা এখানে পৌঁছানোর পর জানতে পারলাম, আমাদের পর যেসব মেয়ে এসেছে, তাদের ধর্ষণ করা হয়েছে। তবে আমাদের মেয়েরা বেঁচে গেছে।’

পালিয়ে আসা তরুণী রাওয়া আবদাল্লা বলেছেন, তাঁর বাবা নিখোঁজ।

গত বুধবার রাতে দেওয়া এক বক্তৃতায় আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালো বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাঁর যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে বিচারের মুখোমুখি করা হবে। হামদান ‘হেমেদতি’ নামেও পরিচিত।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাদের সঙ্গে আরএসএফ সদস্যদের লড়াই চলছে। গত বৃহস্পতিবার আরএসএফ দাবি করে, নির্যাতনের অভিযোগে বেশ কয়েকজন যোদ্ধাকে আটক করেছে তারা।

তবে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার সাধারণ নাগরিকদের ওপর আরএসএফ সদস্যদের নিপীড়নের অভিযোগ তদন্তে বাহিনীটির দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফের একজন উচ্চপদস্থ কমান্ডার এই ঘটনাগুলো ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, এল–ফাশেরে নিজেদের পরাজয় ও ক্ষয়ক্ষতি আড়াল করতে সেনাবাহিনী এবং তাদের মিত্ররা এমন অপপ্রচার চালাচ্ছে।

জাতিসংঘের তথ্য বলছে, এ সংঘাত চলাকালে আরএসএফ ও সেনাবাহিনী—দুই পক্ষের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংঘাতকে কেন্দ্র করে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বিরাজ করছে ব্যাপক দুর্ভিক্ষের অবস্থা। পাশাপাশি কলেরা ও অন্যান্য প্রাণঘাতী রোগের সংক্রমণ বাড়ছে।

দারফুর থেকে পালিয়ে আসা লোকজন তাবিলা এলাকায় আশ্রয় নিয়েছেন। ২৯ অক্টোবর, ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যালটে মামদানি, অদৃশ্য ‘প্রার্থী’ ট্রাম্প
  • দারফুরে ধর্ষণ-মুক্তিপণ-হত্যা: আরএসএফের ভয়াবহ নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স