২৪ ঘণ্টা পার হলেও টেকনাফে অপহরণের শিকার ৫ জনের সন্ধান মেলেনি
Published: 4th, June 2025 GMT
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে ৪ রোহিঙ্গা নাগরিকসহ ৫ জনকে অপহরণের ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের সন্ধান মেলেনি। তবে ঘটনাস্থল থেকে তাঁদের বহন করা অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। অপহরণের শিকার ৪ জন অটোরিকশার যাত্রী। তাঁরা সবাই রোহিঙ্গা নাগরিক। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দা অটোরিকশাচালককেও অপহরণ করা হয়। ৪ রোহিঙ্গা নাগরিকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে। তিনি হলেন টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড দৈংগ্যাকাটার নুর আহমেদের ছেলে মো.
হোয়াইক্যং দৈংগ্যাকাটার গ্রামের বাসিন্দা আবু নোমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়া যাওয়ার পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে একদল ডাকাত সিএনজিচালিত অটোরিকশাকে আটকে গাড়িচালকসহ ৫ জনকে আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ে নিয়ে যায়। তাঁদের মধ্যে একজন ওই সিএনজির অটোরিকশাচালক মো. শামসু আলম। সেখানে থাকা বাকি চারজন রোহিঙ্গা হলেও তাঁদের নাম–ঠিকানা বা পরিচয় শনাক্ত করা যায়নি।
এ প্রসঙ্গে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ঘটনার পর পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে। ডাকাতদলের হাতে একজন সিএনজি অটোরিকশাচালক ও ৪ জন রোহিঙ্গা অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। রোহিঙ্গাদের পরিচয় জানা যায়নি। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে হোয়াইক্যং-শামলাপুর সড়কে গত ২২ মে একটি ডাম্প ট্রাকের চালক, একজন মোটরসাইকেল আরোহীসহ ৫ জন অপহরণের শিকার হয়েছিলেন। পরে তাঁরা কৌশলে বাড়ি ফিরে আসতে পেরেছেন।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স