Samakal:
2025-11-03@08:16:21 GMT

বাজেট বিনিয়োগবান্ধব নয়

Published: 5th, June 2025 GMT

বাজেট বিনিয়োগবান্ধব নয়

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও তা সামগ্রিকভাবে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নয় বলে মনে করছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সংগঠনটির মতে, বাজেটে নীতির ধারাবাহিকতা না থাকা ও কিছু সাংঘর্ষিক পদক্ষেপের কারণে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

বুধবার রাজধানীর গুলশানে এফআইসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরেন সংগঠনের সভাপতি এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি জাভেদ আখতার। এ সময় সংগঠনের সাবেক সভাপতি নাসের এজাজ বিজয় ও রূপালী হক চৌধুরী এবং কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া উপস্থিত ছিলেন।

বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, সরকার চাচ্ছে বেশি বিদেশি বিনিয়োগ আসুক। অথচ অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের মতো দেশের চেয়েও এখানে বিদেশি বিনিয়োগ কম। কারণ নীতি সংকট ও ধারাবাহিকতার অভাব।

সংগঠনের নেতারা বলেন, বাজেটে কিছু খাতে কর ছাড় দেওয়া হলেও কিছু খাতে নতুন কর আরোপ বা বাড়ানো হয়েছে। যার ফলে ইতিবাচক উদ্যোগগুলোর সুফল বিঘ্নিত হচ্ছে। জাভেদ আখতার বলেন, সরকার যখন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চায়, তখন এমন নীতি-অসামঞ্জস্য উল্টো বিদেশিদের নিরুৎসাহিত করবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে করা হলেও এতে প্রবৃদ্ধির লক্ষ্য অনুপস্থিত। ফলে বিনিয়োগে গতি আসবে না, কর্মসংস্থানও বাড়বে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও যথাযথ পদক্ষেপ নেই বলে তিনি মন্তব্য করেন।

ফিকি বলছে, সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পরিচালন ব্যয়ের ৯৫ শতাংশের সমান, যা অত্যন্ত উদ্বেগজনক। জাভেদ আখতার বলেন, টার্নওভার ট্যাক্স ১ শতাংশে উন্নীত করায় আইন না মানা ব্যবসাগুলো বিক্রি গোপন করে কর ফাঁকি দেবে। এতে করের ভার বাড়বে সেসব প্রতিষ্ঠানের ওপর, যারা সৎভাবে কর দেয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এমডি নাসের এজাজ বিজয় বলেন, ঘোষিত রাজস্ব লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের বাস্তব আয় থেকে প্রায় ৩৫ শতাংশ বেশি। অথচ করের আওতা না বাড়িয়ে বারবার একই করদাতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর মতে, কর প্রদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে এবং নতুন করদাতাদের করজালে আনার দিকে মনোযোগ দিতে হবে।

বার্জার পেইন্টসের এমডি রূপালী হক চৌধুরী বলেন, কিছু খাতে হঠাৎ কর বাড়িয়ে শিল্প খাতকে অপ্রস্তুত করে দেওয়া হচ্ছে। যার প্রভাব উৎপাদন ব্যয় এবং ভোক্তা পর্যায়ের মূল্যে পড়বে। তিনি বলেন, শিশুখাদ্যে শুল্ক বাড়ানো, কোমল পানীয় খাতে কর বৃদ্ধি এসব সিদ্ধান্ত ভোক্তা ও রাজস্ব উভয় দিক থেকেই ক্ষতিকর। কর ব্যবস্থায় স্বচ্ছতা, কাস্টমসের পূর্ণ অটোমেশন এবং করজাল সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

রূপালী হক চৌধুরী বলেন, সরকার শেয়ারবাজারে তালিকাভুক্তি উৎসাহিত করতে চাইলে করছাড় প্রণোদনা স্পষ্ট ও নিশ্চিত করতে হবে। আইপিও অনুমোদনের সময় কমাতে ও দুর্নীতি বন্ধ করতে হবে। কর সুবিধা পাবে বলে গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর সে সুবিধা পায়নি– এমন অভিযোগ তুলে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতার দাবি জানান তিনি। বলেন, উৎসাহমূলক যথেষ্ট প্রণোদনা পেলে কেনো বিদেশি কোম্পানি শেয়ারবাজারে আসবে না। 

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন, যদি আইনে আইপিওর পরিবর্তে ‘পাবলিক অফার’ শব্দ অন্তর্ভুক্ত করা হতো তাহলে তালিকাভুক্ত হওয়ার পরও ১০ শতাংশ শেয়ার না ছাড়া কোম্পানিগুলো করছাড় পেতে আরও শেয়ার ছাড়ত ।

তিনি বলেন, বাজেট শুধু সংখ্যার বিষয় নয়, এটি বিনিয়োগকারীদের জন্য একটি ‘সিগন্যাল’। সরকারের উচিত বাজেটের মাধ্যমে যেন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার বার্তা না যায়, সে বিষয়ে সচেতন থাকা। তিনি আরও বলেন, বাজেটের আকার সংশোধিত বাজেটের তুলনায় ৬ শতাংশ বড়, কিন্তু প্রকৃত রাজস্ব আদায়ের লক্ষ্য ৩৮ শতাংশ বেশি। এ লক্ষ্য কতটা বাস্তবসম্মত এবং তা অর্জনে কাদের ওপর চাপ পড়বে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অতালিকাভুক্ত কোম্পানির করছাড় তুলে নেওয়া ঠিক হয়নি বলে সমালোচনা করে বলেন, এতে ক্যাশলেস সোসাইটি গড়া ও স্বচ্ছতা বাড়াতে সরকারের উদ্যোগই ব্যাহত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জ ট ২০২৫ ২৬ লক ষ য প রস ত সরক র স গঠন

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ