ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়াকে ব্যবস্থা নিতেই হবে- এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় ফোনালাপের পরও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মেলেনি। ট্রাম্প নিজেই বলেছেন, এই আলোচনা থেকে ‘তাৎক্ষণিক শান্তি’ আসবে না। খবর দ্যা গার্ডিয়ানের।

ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে ফোনালাপে রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে তিনি পুতিনকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাননি বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। বরং আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা হয়েছে। 

ট্রাম্প দাবি করেছেন, ইরান এই বিষয়ে গড়িমসি করছে এবং রাশিয়া এবিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

রোববার ইউক্রেন চারটি রুশ বিমানঘাঁটিতে দূরনিয়ন্ত্রিত ড্রোন হামলা চালায়। কিয়েভের দাবি, এতে মস্কোর প্রায় অর্ধশত যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘অপারেশন স্পাইডারওয়েব’ নামে চালানো এই হামলার ভিডিও বুধবার প্রকাশ করে ইউক্রেন। স্যাটেলাইট চিত্রে অন্তত সাতটি ভারী বোমারু বিমান ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

ফোনালাপে পুতিন বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইউক্রেন শুধু সময় নিতে চায়, যাতে তারা পশ্চিমা অস্ত্রের মজুদ বাড়াতে পারে। তাঁর ভাষায়, ‘ওদের পুরস্কার দেওয়ার কিছু নেই।’ তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেনের সন্ত্রাসী হামলায় রাশিয়ার রেললাইন ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার শান্তি প্রস্তাবকে ‘একটি আলটিমেটাম’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, রাশিয়া চারটি দখলকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে, যা কোনো বাস্তব সমাধান নয়।

ইস্তাম্বুলে সোমবার রাশিয়া-ইউক্রেন মধ্যবর্তী আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি না হলেও বন্দি ও মৃতদেহ বিনিময়ে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের দেওয়া ৩৩৯ জন অপহৃত শিশুর তালিকা নিয়ে কাজ করছে।

জেলেনস্কি জানান, ইউক্রেন আগামী কয়েক দিনের মধ্যে ৫০০ বন্দি বিনিময়ের আশা করছে। তবে তিনি পুতিনের মধ্যস্থতা ছাড়া আর কোনো আলোচনাকে অর্থহীন বলে উল্লেখ করেন। একইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রস্তাবিত ‘পুতিন-জেলেনস্কি-ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠকে’ অংশ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

পুতিন অবশ্য এই প্রস্তাবে ইতিবাচক নন। বরং তিনি ইউক্রেনের সাম্প্রতিক হামলাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এ অবস্থায় আলোচনার পরিবেশ নেই।’

এদিকে, পুতিনের সঙ্গে বুধবারই প্রথমবারের মতো কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন পোপ লিও চতুর্দশ। রাশিয়াকে শান্তির পথে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ নেওয়ার অনুরোধ জানিয়েছেন পোপ।

এই তিন নেতার আলোচনার দিনই ব্রাসেলসে ইউক্রেনের সামরিক সহায়তা বিষয়ে ৫২ দেশের একটি বৈঠকে ইউরোপীয় দেশগুলো নতুন উদ্যোগ ঘোষণা করেছে। সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ পরিকল্পনা এবং সরবরাহ জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে এ বৈঠকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউক র ন ইউক র ন র প রস ত ব র প রস

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ