রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেবেন পুতিন: ট্রাম্প
Published: 5th, June 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে জানিয়েছেন যে, রাশিয়ার কৌশলগত বিমান ঘাঁটিতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার ঘটনায় মস্কো ‘উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে’।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বুধবার (৪ জুন) একটি পোস্টে লিখেছেন, তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ১ জুনের হামলা নিয়ে আলোচনা করেছেন।
আরো পড়ুন:
পুতিনের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির
উত্তর-পূর্ব ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা রাশিয়ার পার্কিং করা বিমানগুলোতে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা এবং উভয় পক্ষের এর আগের বিভিন্ন হামলা নিয়ে আলোচনা করেছি.
ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে বুধবার প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট ফোনে কথা বলেছেন। ট্রাম্প আরো উল্লেখ করেন, “কথোপকথন ভালো ছিল। তবে এমন আলোচনা হয়নি যা দ্রুত শান্তি স্থাপন করবে।”
বুধবার মস্কো জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা চালানোর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালানোর বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। এছাড়া এ ঘটনার জন্য ক্রেমলিন পশ্চিমাদের অভিযুক্ত করছে।
গত বুধবার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে চারটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে রাশিয়ার অন্তত ৪০টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে কিয়েভ।
এই হামলার পর কিয়েভকে সংযত থাকতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতি আহ্বান জানায় রাশিয়া। তবে ব্রিটিশ এবং মার্কিন কর্মকর্তা বলছেন, পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার দূর-পাল্লার যুদ্ধবিমানে ইউক্রেনের এই হামলার বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে ইরান সম্পর্কেও আলোচনা করেছেন। এতে পুতিন তেহেরানের সঙ্গে পারমাণকি কর্মসূচি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে চলমান আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি যে, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং এ বিষয়ে আমি মনে করি আমাদের মধ্যে ঐকমত্য ছিল।” তিনি ইরানকে আলোচনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে ‘ইচ্ছাকৃতভাবে দেরি করা’ বা সময়ক্ষেপণেরও অভিযোগ করেছেন।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র বল ছ ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫