ঈদের কেনাকাটা হলো না শিশু মাহিমের, সড়কে শেষ পুরো পরিবার
Published: 5th, June 2025 GMT
ঈদে শপিং করে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না করে আট বছরের মাহিম। বায়না মেটাতে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাবা মোস্তফা (৪৩) ও মা সেলিনা বেগম (৩৮) যাচ্ছিলেন ঝিনাইদহ শহরে। পথে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিহত হন তিনজন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা উপজেলার মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ছেলে মাহিমের ঈদ শপিংয়ের বাইনা মেটাতে তাকে ও স্ত্রী সেলিনাকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন মোস্তফা। শৈলকুপার ভাটই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিম মারা যায়। গুরুতর অবস্থায় মোস্তফা ও সেলিনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ সড়ক দ র ঘটন ঝ ন ইদহ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন