নতুন টাকার দাম বান্ডেলপ্রতি ৮০০-১০০০ টাকা বেশি
Published: 6th, June 2025 GMT
ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার থেকে। তাতে খোলাবাজারে নতুন টাকার দাম বেড়ে গেছে। নতুন টাকা কিনতে বান্ডিলপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে মতিঝিল ও গুলিস্তান ঘুরে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা নতুন নোটের পসরা সাজিয়ে বসেছেন। একের পর এক ক্রেতাও আসছেন। তবে চড়া দাম শুনে দরদাম না করেই অনেকে চলে যাচ্ছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি–সংবলিত নতুন নোট ২ জুন বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট বিতরণ করে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও সরকারি–বেসরকারি কিছু ব্যাংক শাখা। চাহিদার তুলনায় কম নোট বাজারে ছাড়ায় বেশির ভাগ ক্রেতা নতুন নোট হাতে পায়নি।
এমনিতে ঈদে নতুন নোটের বিক্রি ও চাহিদা দুটিই বেড়ে যায়। প্রতিবছর ঈদের আগে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হলেও এবার দেওয়া হয়েছে মাত্র ৫০০ কোটি টাকার। ফলে এবার ব্যাংক কর্মকর্তারা চাহিদামতো নতুন নোট পাননি। এরপরও বিভিন্ন হাত ঘুরে খোলাবাজারে চলে এসেছে নতুন নোটের বান্ডিল। মতিঝিল ও গুলিস্তান ঘুরে দেখা গেছে, ২০ ও ৫০ টাকার নতুন নোটের প্রতি বান্ডিল ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। আর ১ হাজার টাকার নতুন নোট প্রতি পিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা বাড়তি দামে।
এবারের ঈদে অনেক অল্প পরিমাণ নতুন নোট বাজারে এসেছে—এ খবর ছড়িয়ে পড়ায় মৌসুমি ব্যবসায়ীরাও সেই সুযোগে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছেন। খোলাবাজারে নতুন নোটের ব্যবসায়ীরা বলছেন, এবার তাঁদেরও বাড়তি দামে নতুন নকশার নোট কিনতে হয়েছে, তাই বিক্রিও করছেন বাড়তি দামে।
এদিকে নতুন নকশার নোটের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ছবিসহ নতুন নোটও বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, নতুন নকশার নোটের পাশাপাশি চলতি সপ্তাহে শেখ মুজিবুর রহমানের ছবিসহ পুরোনো নকশার নতুন নোটও বাজারে ছাড়া হয়েছে। এ জন্য খোলাবাজারেও পুরোনো নকশার নতুন নোটও পাওয়া যাচ্ছে।
গুলিস্তান ও মতিঝিলে সরেজমিনে দেখা যায়, পুরোনো নকশার ৫ টাকার নতুন এক বান্ডিল বিক্রি হচ্ছে ৩০০ টাকা বাড়তি দামে। ২০, ৫০ ও ১০০ টাকার পুরোনো নকশার একেকটি বান্ডিল বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা বাড়তি দামে। দর-কষাকষি করে ৫০ থেকে ১০০ টাকা কমেও কেউ কেউ একেকটি বান্ডিল কিনছেন; অর্থাৎ পুরোনো নকশার নতুন নোটের একেকটি বান্ডিল কিনতে ক্রেতাদের বাড়তি ৪০০ থেকে ৫০০ টাকা খরচ করতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তায় ১৯৮০ সাল থেকে ছেঁড়া ও নতুন টাকার ব্যবসা করেন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা বিভিন্ন ব্যাংকের কর্মচারী–কর্মকর্তাদের কাছ থেকে নতুন নোট কেনেন। এ ছাড়া তৃতীয় পক্ষের কাছ থেকেও সংগ্রহ করা হয় নতুন নোট। ২০ ও ৫০ টাকার নতুন নকশার নোট কিনতে প্রতি বান্ডেলে ৬৫০ টাকা বাড়তি দিতে হচ্ছে। তাই আমরাও বিক্রি করছি বেশি দামে।
বাংলাদেশ ব্যাংকের সামনে বটতলায় কথা হয় বেসরকারি চাকরিজীবী আসিফ খানের সঙ্গে। ৫০ টাকার ১০টি নতুন নোট কিনতে তাঁকে বাড়তি গুনতে হয়েছে ১০০ টাকা। বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে নতুন টাকা না পেয়ে বাংলাদেশে ব্যাংকের গেটের পাশে ভ্রাম্যমাণ নতুন নোটের দোকানে আসেন তিনি। আলাপকালে এই প্রতিবেদককে বলেন, ঈদের দিন বাড়ির দারোয়ান ও কর্মচারীদের এই টাকা দেবেন। তাই নতুন নোট সংগ্রহ করতে এসেছেন। তবে এবার আগের বছরের চেয়ে দাম অনেক বেশি।
গুলিস্তানের খোলাবাজারের নতুন নোটের আরেক ব্যবসায়ী জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, এবার নতুন নোট ও পুরোনো নকশার সরবরাহ কম থাকায় ১০, ২০ ও ৫০ টাকার পুরোনো নোটের বান্ডিলপ্রতি দাম বেড়েছে।
কীভাবে চিনবেন নতুন টাকা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত ১ হাজার টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোটটি শতভাগ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে থাকছে বেগুনি রঙের আধিক্য। নোটের সামনে বাঁ পাশে থাকছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছনভাগে আছে জাতীয় সংসদ ভবনের ছবি।
গভর্নর স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটিও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। এই নোটে জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে গাঢ় বাদামি রঙের আধিক্য। এটির সামনের বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। আর পেছনে জলছাপের ডান পাশে থাকছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর ছবি। গভর্নর স্বাক্ষরিত ২০ টাকার ব্যাংক নোটটিও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। এটিতেও জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। ২০ টাকার এই নোটে সবুজ রঙের আধিক্য। নোটটির সামনের বাঁ পাশে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছনে জলছাপের ডান পাশে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ক র নত ন ন নত ন ন ট র র নত ন ন ট ৫০ ট ক র নত ন ট ক ব যবস য় মত ঝ ল র স মন সহ প র জলছ প
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫