গ্রাহকেরা কেন ভোগান্তির শিকার হবেন
Published: 6th, June 2025 GMT
বিভিন্ন দাবি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা লাগাতার আন্দোলন করলেও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অধীন গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সাত দফা দাবির মধ্যে আছে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগ ও সমিতির চেয়ারম্যানের অপসারণ।
গত জানুয়ারি থেকে আন্দোলন করছেন সমিতির কর্মীরা। এর ধারাবাহিকতায় ২১ মে থেকে শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। ঈদের ছুটির আগে মঙ্গলবার থেকে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর ফলে দেশের অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে, মেরামতের কাজও বন্ধ আছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেবাবঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। এ অবস্থায় কয়েকটি স্থানে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
দেশের বেশির ভাগ অঞ্চলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। ৪ কোটি ৮২ লাখ বিদ্যুতের গ্রাহকের মধ্যে আরইবির গ্রাহক ৩ কোটি ৬৮ লাখ। দেশজুড়ে সমিতির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৪৫ হাজার।
গত কয়েক দিনে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, তাঁদের পেছনে ফেরার উপায় নেই। দাবি আদায় করেই কাজে ফিরতে চান তাঁরা।
অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবিদাওয়ার বিষয়ে সরকার অনেকটা নির্বিকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, তাঁরা যেসব দাবি তুলে ধরেছেন, সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা গেছে, সড়ক অবরোধ করে কোনো সংগঠন আন্দোলন করলে সরকার দ্রুতই দাবি মেনে নেয়। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সড়ক বন্ধ করেননি বলেই কি সরকারের চৈতন্যোদয় হচ্ছে না?
বিদ্যুৎ উপদেষ্টার এই যুক্তি মেনে নিয়েও বলব, সমস্যার সমাধান করতে হবে সরকারকেই। আন্দোলনকারী কর্মীদের সঙ্গে আলোচনা করতে সমস্যা কোথায়?
সমিতির দাবি কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক, সেই বিতর্কের চেয়েও জরুরি প্রশ্ন হলো আন্দোলনের কারণে পল্লী অঞ্চলের গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে বর্ষার মৌসুম চলছে। কোথাও ঝড়বৃষ্টির কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে সেটা পুনঃস্থাপনেরও সুযোগ থাকছে না।
এদিকে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের অভিযোগ, ২০১০ সাল থেকেই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসক্রিপশনে পল্লী বিদ্যুৎকে বেসরকারীকরণের পরামর্শ দেওয়া হয়। গত সরকারের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী এটি বাস্তবায়ন করতে পারেননি। সেটির দায় কেন এ সরকার নেবে?
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সব দাবি এখন পূরণ করা সম্ভব না হলে, সেটাও তাঁদের বুঝিয়ে বলতে হবে। সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়োগ স্থায়ী করার ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয়।
জনস্বার্থ উপেক্ষা করে কোনো সংস্কারই প্রত্যাশিত নয়। এ ক্ষেত্রে কর্মীদের চাকরি সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের স্বার্থও সমুন্নত রাখতে হবে। আমরা আশা করব, সরকার আন্তরিকতার সঙ্গে এ সংকট নিরসনে কাজ করবে। গ্রাহকদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আন্দোলনকারীরাও অনড় অবস্থান থেকে সরে এসে কীভাবে দাবি পূরণে সচেষ্ট হওয়া যায়, সেটিও দেখবেন আশা করি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত গ র হক র কর ম দ র সরক র
এছাড়াও পড়ুন:
সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের (সাদপন্থী) ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজাম (জুবায়েরপন্থী) অনুসারীরা। পাশাপাশি তাঁরা সরকারের প্রস্তাবে রাজি হয়ে আগামী বছরের মার্চ মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার কথাও বলেছেন। গত আয়োজনে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিতের দাবিও জানান তাঁরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘হযরত ওলামায়ে কেরাম ও দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দের’ উদ্যোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এর আগে গত রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তাবলিগের শুরায়ে নেজামের সাথী মুফতি আমানুল হক বলেন, ‘কোরআন ও হাদিসের কথা যারা বিকৃতভাবে উপস্থাপন করে, তাদের ইসলামি দাওয়াতের এই ময়দানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। রাসুল (সা.)-এর তরিকা, সুন্নাহ ও হাদিসের অনুসরণে যারা তাবলিগি কার্যক্রম পরিচালনা করে, কেবল তারাই ইজতেমা করার অধিকার রাখে।’
মুফতি আমানুল হক আরও বলেন, ‘সরকারের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা প্রজ্ঞাপনে সাদপন্থীরা শেষবারের মতো টঙ্গী ময়দানে ইজতেমা করার অনুমতি পেয়েছিল। সেই প্রজ্ঞাপনে তাদের স্বাক্ষরও রয়েছে। সরকার তখনই বুঝেছিল—একই মাঠে দুই পক্ষের ইজতেমা আয়োজন দেশের নিরাপত্তার জন্য হুমকি।’
২০২৪ সালের ডিসেম্বরের ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মুফতি আমানুল হক বলেন, ‘গত বছরের ১৮ ডিসেম্বরের রাতে সাদপন্থীদের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। তাদের বাংলাদেশি নেতা ওয়াসিফ সাহেবের চিঠিতে উল্লেখ ছিল, “যুগটা ব্যতিক্রমী, সবাই প্রস্তুতি নিয়ে আসবে”—এই প্রস্তুতির অংশ হিসেবেই তারা হামলার পরিকল্পনা করেছিল। ঘুমন্ত মুসল্লিদের ওপর টর্চলাইট নিয়ে হামলা চালানো হয়, যা একতরফা সন্ত্রাসী কার্যক্রম ছিল।’ তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও প্রমাণিত হয়েছে, ‘এ হামলা একতরফাভাবে সাদপন্থীদের পক্ষ থেকেই হয়েছিল।’
মুফতি কেফায়েত উল্লাহ আজহারী তাঁর লিখিত বক্তব্যে বলেন, কিছু স্বার্থান্বেষী ও ইসলামবিরোধী মহলের প্ররোচনায় তাবলিগ জামাতে বিভেদ সৃষ্টি হয়েছে। ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বেআইনি পথে টঙ্গী ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে প্রবেশের চেষ্টা করেন। এমনকি তাঁরা সরকারকে বিব্রত করতে ‘যমুনা ভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২৪ ডিসেম্বর বিশৃঙ্খলাকারীদের কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং শুরায়ে নেজামপন্থীদের কাকরাইলে দাওয়াত কার্যক্রম চালানোর অনুমতি দেয় বলে জানান মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। তিনি বলেন, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারির ৬৩ নম্বর স্মারকে বলা হয়, সাদপন্থীরা শেষবারের মতো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে টঙ্গীতে ইজতেমা করতে পারবে, এরপর আর নয়। তারা স্বাক্ষর দিয়ে সেই শর্ত মেনে নিয়েছিল।
শুরায়ে নেজামপন্থীরা বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। আগামী বছরের মার্চে ইজতেমা আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করা হবে।’
সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে ৪ দফা দাবি পেশ করেন তাবলিগ জামাতের শুরায়ে নেজাম (জুবায়েরপন্থী) অনুসারীরা। তাঁদের দাবিগুলো হলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইজতেমার তারিখ ঘোষণা, টঙ্গী ইজতেমা মাঠকে অস্থায়ীভাবে ‘কেপিআই’ হিসেবে ঘোষণা, বিদেশি মেহমানদের ভিসা সহজীকরণের পরিপত্র নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ ও গত বছরের ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা শাহরিয়ার মাহমুদ, মতিন উদ্দিন আনোয়ার, রুহুল আমিন এবং তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ে নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।