মাছরাঙা টিভেতে ‘আশিকি’, দীপ্ত টিভিতে ‘বিভাবরী’; আজ আরও যা দেখবেন
Published: 7th, June 2025 GMT
মাছরাঙা টেলিভিশিন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: সংগীতশিল্পী শিবলী ও অর্পা। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ঘ্রাণ’। অভিনয়ে অপূর্ব, নাজনীন নিহা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শ্বশুরের বিয়ে’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মিহি আহসান। রাত ৮টায় নাটক ‘মনে পড়ে তোমাকে’। অভিনয়ে ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি।
রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘থ্রি ইডিয়টস’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘আশিকি’। অভিনয়ে জোভান, নাজনীন নীহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হৃদয়ের কথা’। অভিনয়ে তৌসিফ, তটিনী।
দীপ্ত টিভি
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। অভিনয়ে সাদিয়া আয়মান, ইরেশ যাকের। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘স্বামীর সুখ মনে মনে’। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ৮টায় একক নাটক ‘বাবলার জাদুর বাক্স’। অভিনয়ে খায়রুল বাসার, প্রিয়ন্তী উর্বী। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ওই পাড়া থেকে সাবধান’। অভিনয়ে শামীম জামান, ইশানা, আ খ ম হাসান, স্বাগতা, প্রাণ রায়। রাত ১০টায় একক নাটক ‘ভালোবাসি তোমায়’। অভিনয়ে অপূর্ব, নীলাঞ্জনা নীলা। রাত ১১টা ১০ মিনিটে মিউজিক্যাল অনুষ্ঠান ‘দীপ্ত মিউজিক স্টুডিও’।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ন টক
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল