চট্টগ্রাম নগরে সন্ধ্যা ৬টায়ও কিছু এলাকায় রয়ে গেল পশুর বর্জ্য
Published: 7th, June 2025 GMT
পবিত্র ঈদুল আজহার দিন বিকেল পাঁচটার মধ্যে কোরবানি পশুর বর্জ্য পরিষ্কারের সময়সীমা নির্ধারণ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। এ জন্য ৪ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করছেন। তবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঘুরে নগরের অন্তত ১৪টি এলাকায় কোরবানির পশুর বিভিন্ন বর্জ্য দেখা গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আই ইউ এ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রায় শতভাগ বর্জ্য পাঁচটার মধ্যেই অপসারণ করা হয়েছে। অনেকে বিকেলে পশু কোরবানি করেছেন, সেসব বর্জ্যও টেনে (অপসারণ করা) দেওয়া হয়েছে।
এরপর প্রথম আলোর এ প্রতিবেদক মোটরসাইকেলে নগরের প্রবর্তক থেকে মেহেদীবাগ, চটেশ্বরী, ব্যাটারি গলি, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, সদরঘাটের বান্ডেল রোড, কোতোয়ালি, নিউমার্কেট, বাটালি রোড, সিআরবি পর্যন্ত ঘুরেছেন।
প্রবর্তক মিমি সুপার মার্কেটের সামনে, চটেশ্বরী রোডের একপাশে, ব্যাটারি গলির মুখে, চেরাগী পাহাড় মোড়ের একটু সামনে সড়কের ওপর, বান্ডেল রোডে সড়কের ওপর, বাটালি রোডে ঢোকার মুখে কোরবানির পশুর বর্জ্য দেখা গেছে। জামালখান প্রেসক্লাবের পাশে ৫টা ৪৫ মিনিটে ও চেরাগী পাহাড় মোড়ে ৫টা ৫০ মিনিটে পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য অপসারণের কাজ করতে দেখা গেছে।
নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ না হওয়া প্রসঙ্গে জানতে আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে সিটি মেয়র শাহাদাত হোসেনের মুঠোফোনে কল করা হয়। এ সময় রিং হলেও তিনি ধরেননি।
চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে পড়ে আছে বর্জ্য। আজ সন্ধ্যা পৌনে ৬টায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়