যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে গ্রেপ্তারকৃত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমকে গোপালগঞ্জ কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে নিয়ে যাওয়া হয়। 

গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বেনাপোল বন্দর থানা থেকে সরাসরি গোপালগঞ্জ এনে রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। 

সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাত সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি হত্যা মামলার আসামি থাকায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জি এম সাহাবউদ্দিন আজমকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।

এর আগে মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম। 

তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামি, ঢাকার যাত্রাবাড়ী হত্যা মামলার আসামি এবং গোপালগঞ্জে আরো একটি মামলার ইজাহার নামীয় আসামি।

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ জ ল

এছাড়াও পড়ুন:

ইরানের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর’ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর’ ধ্বংস করেছে। এর কিছুক্ষণ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানকে লক্ষ্যবস্তু করছে। বুধবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে, ইরানের শাসকের দমনের প্রধান অস্ত্র এটি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ