বেসরকারি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিডি ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান হয়েছেন মামুন রশীদ। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন রশীদ একজন ব্যাংকার ও নীতিনির্ধারণী পরামর্শক। ৪০ বছর ধরে তিনি ব্যাংকিং, পরামর্শক ও প্রতিষ্ঠান গঠনের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে তাঁর অবদান উল্লেখযোগ্য। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে নীতি ও কৌশলগত বিষয়ে কাজ করে আসছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিডি ভেঞ্চার প্রতিষ্ঠানটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ন্যাশনাল ব্যাংক, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, ইবিএল সিকিউরিটিজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্সিং, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স ও ডেটাএজ লিমিটেড প্রতিষ্ঠানগুলোর মালিকানায় প্রতিষ্ঠিত। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের মালিকানায় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকার, হিসাববিদ ও পুঁজিবাজার–সংশ্লিষ্ট পেশাজীবীরা।  

এর আগে মামুন রশীদ এএনজেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিটিব্যাংক এনএ–এর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। যেখানে তিনি ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তির পথে উল্লেখযোগ্য অবদান রাখেন। বর্তমানে তিনি দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপ আপের প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স, ন্যাশনাল টি কোম্পানি এবং মেরিস্টোপস ক্লিনিক সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ