সাবেক হুইপ সোলায়মান হকের ইন্তেকাল
Published: 13th, June 2025 GMT
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোলায়মান হকের ভাগনে জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলী রেজা সজল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোলায়মান হক চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার একাংশ) আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। তিনি ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোলায়মান হক স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে আত্মগোপনে ছিলেন। স্বজনদের সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কখন কোথায় তাঁকে দাফন করা হবে, সে বিষয়ে তাঁরা কিছু জানাননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন