পর্তুগালের লিসবন শহরের আলমাদায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন মাহবুবুল আলম নামে সিলেটের এক যুবক। পর্তুগাল সময় শুক্রবার সন্ধ্যায় ‘জামিলা মিনিমার্কাদো’তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী নান্না মিয়ার ছেলে। তিনি কয়েক বছর ধরে পর্তুগালের লিসবনে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পরিবারের বরাত দিয়ে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার সময় বাধা দিলে সন্ত্রাসীরা গুলি চালায় মাহবুবুলকে লক্ষ্য করে। তারা মাহবুবুল আলমের বুকে তিন রাউন্ড গুলি চালায়। জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত উদ্ধার করে। পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

হত্যাকাণ্ড ঘিরে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের বিচারের দাবিও জোরালো হয়ে উঠেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ত গ ল গ ল ত ন হত পর ত গ ল র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ