‘আশিকি’ থেকে ‘ক্ষতিপূরণ’, ঈদের কোন নাটকগুলো বেশি দেখছেন দর্শক
Published: 16th, June 2025 GMT
ঈদে নাটক নিয়ে সব সময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও ঈদকে ঘিরে ভিন্ন ঘরানার সব গল্পের নাটক প্রচার করে। এবার ঈদুল আজহায় নাটকেও তার ব্যতিক্রম হয়নি। দর্শক গত ঈদুল ফিতরে পারিবারিক গল্পের নাটক পছন্দ করায় এবারও এ ধারার গল্পের আধিক্য দেখা গেছে। এর বাইরে কমেডি ও রোমান্টিক নাটক নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। ঈদের কোন নাটকগুলো দর্শক দেখছেন, কী আছে সেসব নাটকের গল্পে?
শীর্ষে ‘আশিকি’
সহজ–সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়। রোমান্টিক এ গল্প ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। নাটকের নাম ‘আশিকি’। গল্পে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। ঈদের আগেই টিজার ঘিরে আলোচনায় আসে নাটকটি। ট্রলের শিকার হন জোভান। রোমান্টিক সে নাটক এক দিনে ৬০ লাখের বেশি ভিউর নতুন রেকর্ড গড়ে। বাংলা নাটকে এক দিনে এত ভিউ আগে হয়নি। নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ৪০ লাখের বেশি। টানা ৬ দিন ধরে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। রোমান্টিক গল্পের নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
পারিবারিক গল্পে ‘ক্ষতিপূরণ’
রোজার ঈদে পারিবারিক গল্প দিয়ে আলোচনায় আসেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারও পারিবারিক ঘরানার নতুন গল্প নিয়ে ফিরেছেন পরিচালক। নাটকের নাম ‘ক্ষতিপূরণ’। ৫ দিন ধরে নাটকটি ট্রেন্ডিংয়ে সব নাটকের মধ্যে ২ নম্বরে রয়েছে। একটি পত্রিকা অফিসে শিরিন নামের নতুন একটি মেয়ে যোগদানের পর নানা ঘটনায় এগিয়ে চলে গল্প। শিরিন অফিসে তানভীর নামের এক তরুণের প্রেমে পড়ে। যে ব্যস্ততা আর অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবন ও পরিবার থেকে দূরে সরে যায়। তানভীর ও শিরিন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। আরও রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ।
ভিন্নধর্মী ‘হরবোলা’
লাঠিখেলা দিয়ে গল্পের শুরু। তবে গল্পটি শেষ পর্যন্ত থ্রিলার হয়ে যায়। এমন গল্পের নাটকে খুব কমই নিলয় আলমগীরকে দেখা গেছে। কমেডির বাইরে নাটকটি দর্শক পছন্দ করেছেন। প্রচারের দুই দিন পরই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে রয়েছে। কী আছে নাটকের গল্পে? পুনর্বাসনকেন্দ্রের চিকিৎসকের পরামর্শে শহর থেকে বাবার সঙ্গে গ্রামে আসে রিয়ানা। তাকে নিয়ে ঘুরে বেড়ানোর দায়িত্ব পড়ে গ্রামের তরুণ আকবরের ওপর, যে আবার বিভিন্নজনের ভাষা নকল করতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে আকবরকে দিয়ে রিয়ানা তার বাবার অর্থ হাতিয়ে নেয়। এরপর গল্পের চমক। দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সুমনা ইয়াসমিন। নজর কেড়েছেন মীর রাব্বি। আবদুল্লাহ জহিরের গল্পে ‘হরবোলা’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
‘ঘ্রাণ’ দিয়ে আলোচনায় অপূর্ব
মায়ের জন্য শাড়ি কিনতে দোকানে যান আকাশ। কিন্তু কেমন শাড়ি কিনবেন, বুঝে উঠতে পারেন না। শপিং করতে থাকা এক নারীর পিছু নেন তিনি। পরে তাঁর সহায়তায় মায়ের জন্য শাড়ি কেনেন। এ শাড়ি ঘিরেই নাটকের গল্প। নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। কয়েক বছর ধরে ঈদে অপূর্বর নাটক মানেই ট্রেন্ডিং। নাটকের মধ্যে এবার ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে ‘ঘ্রাণ’। নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, শেলী আহসান, রোজী সিদ্দিকী, নাজনীন নীহা প্রমুখ। ইমদাদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম।
আবার সেই চেনা জুটি
নিলয় আলমগীর-জান্নাতুল সুমাইয়া হিমি জুটির শতাধিক নাটকের ভিউ কোটি পার করেছে। এবার ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন এই জুটি। এর মধ্যে ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে রয়েছে ‘কোটি টাকার চেয়ারম্যান’। নির্বাচন ঘিরে নাটকের গল্প। ইতালি থেকে দেশের আসার পর এলাকায় চেয়ারম্যানের নির্বাচন করতে চায় খালেদ (নিলয়)। এ নিয়ে সে আগে থেকেই প্রচারণা শুরু করে। রাজনীতিতে অভিজ্ঞতা না থাকায় অনেকেই রাজনৈতিক কর্মী সেজে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। রাজনীতিতে অভিজ্ঞদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি হঠাৎ করেই কি জনগণের পাশে থাকা যায়, এমন নানা প্রশ্ন কমেডির মধ্য দিয়ে নাটকে তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন মিতুল খান।
ভালোবাসার ‘প্রিয় প্রজাপতি’
অপূর্ব ও তাসনিয়া ফারিণকে খুব বেশি নাটকের জুটি হিসেবে দেখা যায় না। ঈদের রোমান্টিক নাটক ‘প্রিয় প্রজাপতি’তে এবার জুটি হয়েছেন তাঁরা। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে রয়েছে। অফিসে সব সময় লেট করে আসে মুগ্ধ। অফিসের বাস ধরতেও লেট করে। অফিসের বাসে ঘুমাতে গিয়েই নতুন এক সহকর্মীর সঙ্গে পরিচয়। প্রজাপতি নামের সেই মেয়েটি পছন্দ করে ফেলে মুগ্ধকে। কিন্তু জীবন নিয়ে তখনো সিরিয়াস নয় ছেলেটি। ভালোবাসার মানুষকে পাওয়ার গল্প নিয়েই এগিয়ে চলে ‘প্রিয় প্রজাপতি’।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ন টক চর ত র ন টকট
এছাড়াও পড়ুন:
বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে
আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।
এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।
ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন
সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’
এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টদেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।
ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।
আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।
‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।
ভারতের প্রতিক্রিয়া
এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’
আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে