টানা দুইবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করা যাবে। এই নিয়মটি ভবিষ্যতের পাশাপাশি বিগত সময়ের জন্যও প্রযোজ্য হবে। ফলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠনের বর্তমান ও সাবেক নেতাদের অনেকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫–এ থাকা এই উপবিধি বাতিল চেয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে চিঠি দিয়েছেন এফবিসিসিআইয়ের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। তাঁরা বলেছেন, একজন ভোটারের মৌলিক অধিকার হচ্ছে যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করা। যেহেতু বাণিজ্য সংগঠনগুলো অলাভজনক, সেহেতু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের মাধ্যমে বিরত রাখার বিধানটি মোটেই কাম্য নয়। শুধু তা–ই নয়, বিধিনিষেধ আরোপে অতীত সময়কাল থেকে কার্যকর করাটা আইনবহির্ভূত ও অধিকার ভঙ্গের শামিল।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে আহ্বায়ক মীর নিজাম উদ্দিন গত রোববার বাণিজ্য উপদেষ্টাকে এই বিধান বাতিল চেয়ে চিঠি দেন। এতে বাণিজ্য বিধিমালার ১৮ (৫) উপবিধি বাতিলের দাবি করা হয়। অর্থাৎ টানা দুইবার পর্ষদে থাকলে একবার বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করার বিধানটি ভবিষ্যতে কার্যকর চায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

এ ছাড়া পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন বা অ্যাসোসিয়েশন ও চেম্বারে ভর্তি ফি ও বার্ষিক চাঁদার পরিমাণ আগের মতো রাখার দাবি করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তারা বলেছে, এত দিন চেম্বার ও অ্যাসোসিয়েশনে এককালীন ভর্তি ফি ছিল সর্বোচ্চ ২ হাজার টাকা। আর বার্ষিক চাঁদা ছিল ১ হাজার টাকা। নতুন বিধিমালায় সাধারণ সদস্যদের ভর্তি ফি ১৫ হাজার টাকা ও বার্ষিক চাঁদা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি ধার্য করায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভ্যাট, ট্যাক্স আর ব্যাংকঋণের সুদহার নিয়ে এমনিতেই সাধারণ ব্যবসায়ীরা সমস্যায় জর্জরিত। এমন প্রেক্ষাপটে ফি বাড়ানোর কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাবে।

এফবিসিসিআইয়ের বার্ষিক চাঁদা কমানোর দাবিও করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। নতুন বিধিমালায় ক শ্রেণির অ্যাসোসিয়েশনের জন্য বার্ষিক চাঁদা নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা। আর ক শ্রেণির চেম্বারের বার্ষিক চাঁদা ১ লাখ টাকা। ১৯৯৪ সালের বিধিমালায় এই ফি ছিল অ্যাসোসিয়েশনের জন্য ২৫ হাজার ও চেম্বারের জন্য ৩০ হাজার। দুই বছর আগে এফবিসিসিআইয়ের বার্ষিক চাঁদার হার অ্যাসোসিয়েশনের জন্য ৩৫ হাজার আর চেম্বারের জন্য ৪৫ হাজার করা হয়েছিল। নতুন বিধিমালায় চাঁদার হার যে হারে বাড়ানো হয়েছে তাতে ছোট অ্যাসোসিয়েশন ও মফস্বল চেম্বারের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

নতুন বিধিমালায় এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের প্রত্যেক সদস্যের নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এই নিবন্ধন ফি ছিল ২ হাজার ৫০০ টাকা। এই ফি না বাড়ানোর অনুরোধ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।  

এ ছাড়া এফবিসিসিআইয়ের বর্তমান প্রশাসকের সহায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবি করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তারা বলেছে, সহায়ক কমিটির সঙ্গে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের সরাসরি যোগসাজশ রয়েছে। ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সহায়ক কমিটি বাতিল করা প্রয়োজন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এফব স স আইয় র নত ন ব ধ ম ল য় ব ণ জ য স গঠন র জন য

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ