ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আফতাব উল ইসলামের ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আফতাব বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো.

জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদক লিখিতভাবে আদালতের কাছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক আফতাবের ৯৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর ৯৪টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।

দুদক আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে যে আফতাব অপরাধলব্ধ অর্থ ব্যাংক থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ না করা গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বলে আদালতকে জানায় দুদক।

শুনানি নিয়ে আদালত আফতাবের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

২০১৭ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হন আফতাব। তিনি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সাবেক সভাপতি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হ স ব অবর দ ধ আফত ব

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ