ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আফতাব উল ইসলামের ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আফতাব বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো.

জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদক লিখিতভাবে আদালতের কাছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক আফতাবের ৯৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর ৯৪টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।

দুদক আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে যে আফতাব অপরাধলব্ধ অর্থ ব্যাংক থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ না করা গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বলে আদালতকে জানায় দুদক।

শুনানি নিয়ে আদালত আফতাবের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

২০১৭ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হন আফতাব। তিনি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সাবেক সভাপতি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হ স ব অবর দ ধ আফত ব

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ