কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল হক উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। আজ ভোরে পাহাড় কাটার সময় মাটি ধসে নজরুলের নিয়োগকৃত শ্রমিক সিরাজুল হক মারা যান।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প হ ড় ধস ন হত স র জ ল হক
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত