শিরোনাম দেখে চমকে যেতে পারেন। মনে হতে পারে, মনের কথা পড়ার জন্য এআই মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। আসলে তা নয়, অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির (ইউটিএস) বিজ্ঞানীরা এমন একটি এআই মডেল তৈরি করেছেন, যা মস্তিষ্কের তরঙ্গকে শব্দে রূপান্তর করতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রামের (ইইজি) মাধ্যমে মস্তিষ্কের সংকেত নির্দিষ্ট শব্দে রূপান্তর করতে পারে এআই মডেলটি। বিজ্ঞানীরা বিষয়টিকে মস্তিষ্কের তরঙ্গ অনুবাদের সঙ্গে তুলনা করছেন।

এআই মডেলটিকে ইইজি থেকে মস্তিষ্কের সংকেত নির্দিষ্ট শব্দে অনুবাদ করার জন্য প্রশিক্ষিত হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে বিজ্ঞানী লিওং যখন ১২৮–ইলেকট্রোড ইইজি ক্যাপ পরে বসে ছিলেন, তখন এআই মডেলটি মস্তিষ্কের তরঙ্গ সফলভাবে বিশ্লেষণ করেছে। এ বিষয়ে বিজ্ঞানী লিওং বলেন, মস্তিষ্কের বিভিন্ন উৎস থেকে আসা সংকেত মাথার খুলির উপরিভাগে একত্রে মিলিত হয়। মস্তিষ্কের সংকেত স্পষ্ট করে বোঝার জন্য এআই ব্যবহার করা হচ্ছে।

আরেক বিজ্ঞানী লিন বলেন, এই পদ্ধতিতে মস্তিষ্কের তথ্য জানা আক্রমণাত্মক নয়। আসলে মস্তিষ্কের সেই অংশে এটি স্থাপন করতে পারবেন না, যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে। স্ট্রোক, অটিজমে স্পিচ থেরাপি ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য যোগাযোগ কৌশল পুনরুদ্ধারের জন্য এই প্রযুক্তি ভবিষ্যতে দারুণভাবে কাজের সুযোগ আছে।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ইইজি ও এআইকে একত্র করে নানা ধরনের প্রযুক্তি তৈরির কাজ করছেন। গত এপ্রিলে একটি এআই টুল তৈরি করা হয়েছে, যা রোগীদের মস্তিষ্কের দুর্বলতার পূর্বাভাস দিতে সক্ষম। এই এআই টুলটি ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করতে পারে।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী

দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন। 

এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
 

সম্পর্কিত নিবন্ধ