মস্তিষ্কের তরঙ্গকে শব্দে রূপান্তর করতে সক্ষম এআই মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 18th, June 2025 GMT
শিরোনাম দেখে চমকে যেতে পারেন। মনে হতে পারে, মনের কথা পড়ার জন্য এআই মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। আসলে তা নয়, অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির (ইউটিএস) বিজ্ঞানীরা এমন একটি এআই মডেল তৈরি করেছেন, যা মস্তিষ্কের তরঙ্গকে শব্দে রূপান্তর করতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রামের (ইইজি) মাধ্যমে মস্তিষ্কের সংকেত নির্দিষ্ট শব্দে রূপান্তর করতে পারে এআই মডেলটি। বিজ্ঞানীরা বিষয়টিকে মস্তিষ্কের তরঙ্গ অনুবাদের সঙ্গে তুলনা করছেন।
এআই মডেলটিকে ইইজি থেকে মস্তিষ্কের সংকেত নির্দিষ্ট শব্দে অনুবাদ করার জন্য প্রশিক্ষিত হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে বিজ্ঞানী লিওং যখন ১২৮–ইলেকট্রোড ইইজি ক্যাপ পরে বসে ছিলেন, তখন এআই মডেলটি মস্তিষ্কের তরঙ্গ সফলভাবে বিশ্লেষণ করেছে। এ বিষয়ে বিজ্ঞানী লিওং বলেন, মস্তিষ্কের বিভিন্ন উৎস থেকে আসা সংকেত মাথার খুলির উপরিভাগে একত্রে মিলিত হয়। মস্তিষ্কের সংকেত স্পষ্ট করে বোঝার জন্য এআই ব্যবহার করা হচ্ছে।
আরেক বিজ্ঞানী লিন বলেন, এই পদ্ধতিতে মস্তিষ্কের তথ্য জানা আক্রমণাত্মক নয়। আসলে মস্তিষ্কের সেই অংশে এটি স্থাপন করতে পারবেন না, যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে। স্ট্রোক, অটিজমে স্পিচ থেরাপি ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য যোগাযোগ কৌশল পুনরুদ্ধারের জন্য এই প্রযুক্তি ভবিষ্যতে দারুণভাবে কাজের সুযোগ আছে।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ইইজি ও এআইকে একত্র করে নানা ধরনের প্রযুক্তি তৈরির কাজ করছেন। গত এপ্রিলে একটি এআই টুল তৈরি করা হয়েছে, যা রোগীদের মস্তিষ্কের দুর্বলতার পূর্বাভাস দিতে সক্ষম। এই এআই টুলটি ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করতে পারে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
টিকটকে প্রেম, বিয়ের পর লাশ মিললো সেফটিক ট্যাংকে
টিকটক পরিচয়ে প্রেমের পর বরিশালের জামাল মিয়াকে করেছিলেন চাঁচপুরের মতলবের গৃহবধূ রূপালী বেগম।
বিয়ের এক বছরের মধ্যেই চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংকে মিললো তার মরদেহ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী জামাল মিয়া।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে সেফটিক ট্যাংক হতে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, একাধিক বিয়ে করা বরিশালের জামাল মিয়ার সাথে টিকটকে পরিচয় হয় মতলবের রূপালী বেগমের। প্রেম থেকে বিয়েতে গড়ায় সম্পর্ক। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই পারিবারিক কলহে পাঁচ সন্তানের জননী রূপালীকে জীবন দিতে হলো।
রূপালী বেগম মতলব দক্ষিণের উপাদী দক্ষিণের কালু পাটোয়ারী ও মরিয়ম বেগমের সন্তান।
রূপালীর মা মরিয়ম বলেন, “মেয়েকে খুঁজে না পেয়ে রাতে দেখি টয়লেটের সেফটি ট্যাংকের ঢাকনা খোলা। পরে সন্দেহ হলে ওটাতে উঁকি দিয়ে দেখি মরিয়ম মরে পড়ে আছে। এরপর সবাই আমার ডাক-চিৎকারে এখানে ছুটে আসে।”
রূপালীর ভাই আলিমুদ্দিন বলেন, “আমার বোন এখানে জমি কিনে বাড়ি করে ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করছিলো। সপ্তাহ দুয়েক আগে জামাল রূপালীর স্বর্ণের গহনা ও টাকা পয়সা নিয়ে পালায়। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে ধরে আনা হয়। এরপর এখন এই ঘটনা। রূপালীর শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমরা ধারণা করছি জামালই রূপালীকে হত্যা করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়েছে। আমরা জামালের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, “আমরা ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।”
ঢাকা/অমরেশ/এস