Risingbd:
2025-09-18@01:33:57 GMT

জয়া আহসান কবে বিয়ে করবেন?

Published: 28th, June 2025 GMT

জয়া আহসান কবে বিয়ে করবেন?

বিয়েকে ‘ওল্ড স্কুল’ মনে করেন জয়া আহসান! বিজ্ঞাপন, টিভি নাটক কিংবা সিনেমা সব জায়গায় জয়া আহসানের সমান উপস্থিতি। সৌন্দর্য আর ফিটনেস মেইনটেইন করে চলার কারণেও তিনি থাকেন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

গত কোরবানি ঈদে জয়া আহসান অভিনীত দুই সিনেমা মুক্তি পেয়েছে। দুইটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। কখনও ঢালিউড, কখনও টলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। বর্তমানে তিনি সিঙ্গেল। তাই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ে করবেন জয়া আহসান?

জয়া আহসান এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে বলেন, ‘‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আর যাওয়ার ইচ্ছা নাই। আপনারা যারা যেতে চান, তারা যেতে পারেন নিজ দায়িত্বে। আমার এতো আগ্রহ নাই।’’

আরো পড়ুন:

বাউল খোয়াজ মিয়া মারা গেছেন

শাবনূরের সঙ্গে কোন নায়ককে বেশি মানায়? জানালেন রিয়াজ

এর আগে জয়া আহসান সিচুয়েশনশিপে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ.

..আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’’

এই অভিনেত্রী জানিয়েছেন তিনি পরিকল্পনা করে কিছুই করেন না। যদি কখনও মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হবেন, তাহলে হবে। তবে আপাতত তার কোনো পরিকল্পনা নাই। আপাতত তিনি সিঙ্গেল আছেন এবং শান্তিতে আছেন। 

উল্লেখ্য, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর থেকেই সিঙ্গেল তিনি।

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় আহস ন শনশ প আহস ন

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান