অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।

‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে।

ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

‘ডিয়ার মা’ সিনেমার পোস্টারে জয়া আহসান ও ধৃতিমান চ্যাটার্জি। জয়া আহসানের ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ