‘ঘরে মোবাইল রেখে কুয়াকাটায় ঘুরতে’ গিয়েছিলেন নিখোঁজ জনতা ব্যাংক কর্মকর্তা
Published: 6th, July 2025 GMT
রাজধানীর খিলক্ষেত থেকে ‘নিখোঁজ’ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান বাসায় ফিরেছেন। আজ রোববার সকালে তিনি বাসায় ফেরেন। তাঁর পরিবার বলেছে, মুশফিকুর জানিয়েছেন, ভুল করে বাসায় মুঠোফোন রেখে বের হয়েছিলেন। এরপর কুয়াকাটায় ঘুরতে যান। মুঠোফোন না থাকায় যোগাযোগ করতে পারেননি।
এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে মুশফিকুরের কোনো খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার। এ ঘটনায় মুশফিকুরের সন্ধান চেয়ে তাঁর পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
আরও পড়ুনরাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের এক উপমহাব্যবস্থাপক নিখোঁজ০৫ জুলাই ২০২৫মুশফিকুরের ভাই জিয়াউর রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘টানা তিন দিন (ব্যাংক) বন্ধ পাওয়ায় তিনি (মুশফিকুর) কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। যাওয়ার সময় ভুল করে মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার গাড়ি মিস করেছেন, এ জন্য পরদিন ফিরতে পারেননি। শনিবার বিকেলে আমাদের বিষয়টা জানান। এরপর আজ সকালে তিনি বাসায় ফিরে এসেছেন। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ে মিরাজকে কৃতজ্ঞতা জানালেন তানভীর
তানজিম হাসান উইকেট নিয়েছিলেন শুরুতেই। তবে এরপর ৪৫ বলে ৬৯ রানের জুটিতে দারুণভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা। তাদের আশা যখন বাড়ছিল, তখনই আঘাত হানেন তানভীর ইসলাম। নিশান মাদুস্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন।
এরপর ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তানভীর। শ্রীলঙ্কার বিপক্ষে এখন বাংলাদেশের সেরা বোলিংটাও তাঁর। আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের রেকর্ড ভেঙেছেন তানভীর। ২০১৩ সালে পাল্লেকেলেতে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক।
আরও পড়ুনরাজনীতিতে গিয়ে জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছিলেন জয়াসুরিয়া০৪ জুলাই ২০২৫ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তানভীর বলেছেন, ‘ভালো লাগছে, ঠিক জায়গায় বল করেছি। আগের ম্যাচের চেয়ে আজ ভালো উইকেট ছিল। অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা, যিনি ম্যাচের আগে আত্মবিশ্বাস দিয়েছেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ওই ম্যাচের পর ভীষণ চাপে ছিল দল। ৫ ম্যাচে অধিনায়কত্ব করে তখনো মেহেদী হাসান মিরাজ জয়শূন্য। আজও বাংলাদেশ করতে পেরেছিল ২৪৮, পরে যদিও ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন তানভীর