সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জট কাটিয়ে শুরু হচ্ছে শুভ-সোহিনীর ‘লহু’
আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে ‘লহু’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছিল। কিন্তু প্রাথমিক ধাপে নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাজ থেমে যায়। পরিচালক রাহুল মুখার্জি ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন—এমন অভিযোগ ওঠে। এর জেরে টলিউড ডিরেক্টরস ফেডারেশন থেকে তাকে বহিষ্কারও করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে চাঞ্চল্য ছড়ায়। মাঝপথে নির্মাণ থেমে যায়। দীর্ঘ জটিলতা শেষে সমাধান হয়েছে সব দ্বন্দ্বের। ফের শুরু হচ্ছে ওয়েব সিরিজটির শুটিং।
ভারতের গণমাধ্যম দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমাধান হয়েছে বিষয়টির। পুনরায় পরিচালক রাহুল এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য ব্যানার্জি মিলে কাজ শুরু করছেন নতুন উদ্দীপনায়।
আরো পড়ুন:
দীপঙ্করের নিঃশ্বাসে বাঁচতে চান দোলন
‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’
পরিচালক রাহুল মুখার্জি বলেন, “স্বরূপদা না থাকলে এটি সম্ভব হতো না। তার সহযোগিতা ও নেতৃত্বের কারণেই নতুন করে কাজ শুরুর পথ খুলেছে। আমি কৃতজ্ঞ।”
চরকির কর্মকর্তা অনিন্দ্য ব্যানার্জি বলেন, “আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যেগুলো স্বরূপদা সুন্দরভাবে সামলে দিয়েছেন। এখন নতুন করে আবার ‘লহু’ এর কাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চরকির আরো কিছু প্রজেক্টও পরিকল্পনার মধ্যে আছে।”
‘লহু’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। সিরিজটি মুক্তি পেলে দুই বাংলার দর্শকের আগ্রহ থাকবে তুঙ্গে, এমনটিই প্রত্যাশা নির্মাতা-প্রযোজকদের।
ঢাকা/রাহাত/শান্ত