নতুন সিনেমায় শাকিব খানের বিপরীতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে নেওয়ার খবরে সরব হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দীপা খন্দকার। কয়েক দিন আগে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে নেটিজেনরা কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে বাহাসে জড়ান। দাঁড় করান যুক্ত-পাল্টা যুক্তি। কেউ কেউ দীপা খন্দকারকে স্বার্থপর বলেও মন্তব্য করেন।
এ আলোচনা যখন চলছে, তখন একই বিষয় নিয়ে পুনরায় আজ একটি পোস্ট দিয়েছেন দীপা খন্দকার। নিজে স্বার্থপর দাবি করে এই অভিনেত্রী বলেন, “জি আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক, আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক, আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দেব?”
ভিন দেশের শিল্পী নেওয়ার বিষয়ে আপত্তির কারণ খানিকটা ব্যাখ্যা করেছেন দীপা খন্দকার। তার ভাষায়— “যেখানে নারী লিড রোলে সুযোগ খুব একটা থাকে না, সেখানেও যদি অন্য দেশের শিল্পীদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য রইলটা কী? অনেক শিল্পী ইতোমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। চিন্তাভাবনায় বদল আনা দরকার। আমাদের গল্পভিত্তিক সিনেমায় গুরুত্ব দেওয়া উচিত।”
আরো পড়ুন:
নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং ছিল: উপমা
মিরিসায় মুগ্ধ ফারিয়া
তবে দীপা খন্দকারের নতুন স্ট্যাটাসের সঙ্গে নেটিজেনরা সহমত পোষণ করে মন্তব্য করছেন। পূর্বের পোস্টের মতো নানা শিবিরে বিভিক্ত হতে দেখা যায়নি তার ভক্ত-অনুরাগীদের।
আগামী বছরের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সিনেমাটির নায়িকা চূড়ান্ত না হলেও এই সম্ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে সামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চাই সংস্কার হোক।”
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার পাঁচরাস্তা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লী না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।”
আরো পড়ুন:
বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ
বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ
তিনি বলেন, বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সব শহীদকে আমরা স্মরণ করি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।”
দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে, আজ দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া বড়বাজার এলাকা থেকে পদযাত্রা পাঁচরাস্তা মোড় পর্যন্ত যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে। গত ১লা জুলাই রংপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।
ঢাকা/কাঞ্চন/মাসুদ