সামাজিক সুরক্ষা খাতে ইইউর ২ কোটি ৩৫ লাখ ইউরো অনুদান
Published: 8th, July 2025 GMT
সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২ কোটি ৩৫ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার ইইউ ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল থেকে ইইউ বাংলাদেশের সামাজিক সুরক্ষায় মোট ২৮ কোটি ৫০ লাখ ইউরো অনুদান দিয়েছে। বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে। তাই একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করা সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইইউ সরকারকে ২০২৬-পরবর্তী সময়ের জন্য নতুন সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণ করে সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছে। ইইউ বলেছে, এতে নগরভিত্তিক ও জলবায়ুসংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা, লক্ষ্য নির্ধারণে উন্নতি এবং টেকসই অর্থায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকা উচিত। সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করা প্রয়োজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন দ ন স ম জ ক স রক ষ ব যবস থ
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব