ডাইনোসরের যুগের আকাশে ওড়া এক রহস্যময় প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মরুভূমিতে মিলেছে সেই প্রাণীর একটি চোয়ালের হাড়। বিজ্ঞানীদের মতে, এটিই উত্তর আমেরিকায় আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন পটেরোসর প্রজাতি।

২০১১ সালে প্রথম এই প্রাণীর ফসিল আবিষ্কৃত হলেও আধুনিক স্ক্যানিং প্রযুক্তির কল্যাণে সম্প্রতি এটি একেবারে নতুন প্রজাতির বলে নিশ্চিত করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির নেতৃত্বে পরিচালিত গবেষণায় এই নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে ইওটেফ্রাড্যাকটিলাস ম্যাকইনটাইরি, যার অর্থ ‘অ্যাশ-উইংড ডন গডেস’ বা ‘ছাই ডানার ভোরের দেবী’।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ জার্নালে। গবেষক ড.

ক্লিগম্যান বলেন, ‘ট্রায়াসিক যুগের পটেরোসরদের হাড় খুবই ছোট, পাতলা এবং প্রায়ই ফাঁপা হয়। ফলে সেগুলো সাধারণত ফসিল হওয়ার আগেই পচে যায় বা নষ্ট হয়ে যায়।’ তাই এমন সুসংরক্ষিত একটি নমুনা পাওয়া এক বিরল ঘটনা। ফসিলটি পাওয়া গেছে অ্যারিজোনার পেট্রিফাইড ফরেস্ট ন্যাশনাল পার্কের এক প্রাচীন নদীর তলদেশে। ২০ কোটি বছর আগে ওই এলাকায় ছিল সুপারকন্টিনেন্ট পানজিয়ার কেন্দ্রীয় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি প্রাগৈতিহাসিক নদী। যার তলদেশে আস্তে আস্তে জমা হতে থাকে জীবাশ্ম, দাঁত, আঁশসহ বিভিন্ন ধরনের ফসিল।

নতুন প্রজাতির ফসিলের প্রাণীটির চোয়ালের দৈর্ঘ্য প্রায় একটি সিগাল বা সামুদ্রিক পাখির সমান। তবে এটির মুখভর্তি দাঁত ছিল। বিশ্লেষণে দেখা গেছে, এর দাঁতের প্রান্তে ক্ষয় ছিল। যা ইঙ্গিত করে, প্রাণীটির খাদ্যতালিকা এমন কিছুর ওপর নির্ভর করত, যার দেহে শক্ত আবরণ ছিল। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত হাড়ের তৈরি বর্মে ঢাকা প্রাচীন কিছু মাছ খেত। বিবিসি।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢামেক হাসপাতালে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ চালু করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীরা সহজেই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ফি, ডায়াগনস্টিক পরীক্ষা ও অন্যান্য ফি জমা দিতে পারবেন।

বুধবার (৯ জুলাই) ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বুথটির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক ও হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এই বুথের মাধ্যমে রোগীদের জন্য আর্থিক লেনদেন আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ