এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে মোট ১ হাজার ৮৬৬ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৮১৪ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এ বছর ৬৬৩ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

আজ বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৫৫২ জন পাস করেছে। পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় ২২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২১০ জন।

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের শিক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’

মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, ‘গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতার ফলেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে সেরা ফল অর্জন করতে পারছে।’

এ ছাড়া মাইলস্টোন কলেজ প্রশাসনকে উপযুক্ত কর্মপরিকল্পনা ও যথাযথ দিকনির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য়

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। 

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে, যার ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সি‌দ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/অলোক/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শারীরিক সীমাবদ্ধতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তানিশা
  • জিপিএ ৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় সুব্রত
  • বন্দরে মালেক সিকদারের নাতি ফাইয়াজ জিপি-৫ পেয়ে উত্তীর্ণ  
  • পাকস্থলীতে গুলি লাগা সেই জুবায়ের এসএসসি পাস করেছেন
  • ২২ শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৩০, পাস করেনি কেউ
  • এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দারুণ সাফল্য
  • দুই স্কুলের ২২ শিক্ষক পাস করাতে পারেননি ৩০ শিক্ষার্থীকে!
  • মোবাইলে আসক্তি, বিয়ে, পড়াশোনায় অনীহা: পাস করেনি কেউ
  • এসএসসিতে ছয় লাখ ফেল, তাদের কথা কি আমরা ভাববো না?
  • ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ