গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর গৌতম গাইন (৩৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কংশুর এলাকার মধুমতী বিল রুট চ্যানেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৌতম গাইনের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে। তিনি মুকসুদপুরের জে কে এম বি মল্লিক উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বিদ্যালয় থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গৌতমের স্ত্রী মিলি বৈরাগী বলেন, দেড় মাস আগে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে ষড়যন্ত্র করে কয়েকজনকে দিয়ে গ্রিল কেটে চুরির অপবাদ দেন তাঁর স্বামীর বিরুদ্ধে। পরে তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁদের মনোনীত প্রার্থীকে নৈশপ্রহরীর চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষকসহ কয়েকজন তাঁর স্বামীকে নিয়োগ দেন। এ নিয়ে চারজন শিক্ষক সব সময় তাঁর স্বামীর বিরুদ্ধে লেগে ছিলেন।

মিলি বৈরাগী বলেন, ‘যে রাতে আমার স্বামী নিখোঁজ হন, ওই রাতে সাড়ে আটটায় ডিউটিতে যান। রাতে তাঁর মুঠোফোনে কল দিলে বন্ধ পাই। সকালে বিদ্যালয়ে গিয়ে তাঁকে পাইনি। বিদ্যালয়ের নতুন ভবনের কাজের দায়িত্বে থাকা বাচ্চু মিয়ার কাছে স্বামীর খোঁজ নিলে রাত সাড়ে আটটার পর তাঁকে আর দেখেননি বলে জানান। পরদিন (বৃহস্পতিবার) মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। সন্ধ্যার আগে সদর থানা থেকে কল দিয়ে লাশ পাওয়ার কথা জানানো হয়।’ তিনি বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।’

বিদ্যালয়ের নতুন ভবনে দায়িত্বরত বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত সাড়ে আটটায় একটা খাবারের বাটি হাতে নিয়ে গৌতম তাঁদের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি নিজের কক্ষের দিকে চলে যান। তিনি রাত সাড়ে নয়টার দিকে ঘুমাতে যাওয়ার আগে তাঁকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে ফটকে তালাবন্ধ দেখতে পান। ভাবেন, হয়তো পাশে কোথাও গেছেন। সকালে তাঁর স্ত্রী খোঁজ নিতে আসার পর নিখোঁজের বিষয়টি জানতে পারেন।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.

আলমগীর বলেন, নিখোঁজ গৌতম গাইনের মোবাইলের কল লিস্টের জন্য আবেদন করা হয়েছে। কাল লিস্ট হাতে পেলে তদন্ত শুরু করা হবে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, আজ বিকেলে মধুমতী বিল রুট চ্যানেলের কংশুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ওই এলাকা থেকে গৌতম গাইনের অর্ধগলিত লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ