নিখোঁজের দুই দিন পর নৈশপ্রহরীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
Published: 11th, July 2025 GMT
গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর গৌতম গাইন (৩৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কংশুর এলাকার মধুমতী বিল রুট চ্যানেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৌতম গাইনের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে। তিনি মুকসুদপুরের জে কে এম বি মল্লিক উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বিদ্যালয় থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গৌতমের স্ত্রী মিলি বৈরাগী বলেন, দেড় মাস আগে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে ষড়যন্ত্র করে কয়েকজনকে দিয়ে গ্রিল কেটে চুরির অপবাদ দেন তাঁর স্বামীর বিরুদ্ধে। পরে তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁদের মনোনীত প্রার্থীকে নৈশপ্রহরীর চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষকসহ কয়েকজন তাঁর স্বামীকে নিয়োগ দেন। এ নিয়ে চারজন শিক্ষক সব সময় তাঁর স্বামীর বিরুদ্ধে লেগে ছিলেন।
মিলি বৈরাগী বলেন, ‘যে রাতে আমার স্বামী নিখোঁজ হন, ওই রাতে সাড়ে আটটায় ডিউটিতে যান। রাতে তাঁর মুঠোফোনে কল দিলে বন্ধ পাই। সকালে বিদ্যালয়ে গিয়ে তাঁকে পাইনি। বিদ্যালয়ের নতুন ভবনের কাজের দায়িত্বে থাকা বাচ্চু মিয়ার কাছে স্বামীর খোঁজ নিলে রাত সাড়ে আটটার পর তাঁকে আর দেখেননি বলে জানান। পরদিন (বৃহস্পতিবার) মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। সন্ধ্যার আগে সদর থানা থেকে কল দিয়ে লাশ পাওয়ার কথা জানানো হয়।’ তিনি বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।’
বিদ্যালয়ের নতুন ভবনে দায়িত্বরত বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত সাড়ে আটটায় একটা খাবারের বাটি হাতে নিয়ে গৌতম তাঁদের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি নিজের কক্ষের দিকে চলে যান। তিনি রাত সাড়ে নয়টার দিকে ঘুমাতে যাওয়ার আগে তাঁকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে ফটকে তালাবন্ধ দেখতে পান। ভাবেন, হয়তো পাশে কোথাও গেছেন। সকালে তাঁর স্ত্রী খোঁজ নিতে আসার পর নিখোঁজের বিষয়টি জানতে পারেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা ও সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, আজ বিকেলে মধুমতী বিল রুট চ্যানেলের কংশুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ওই এলাকা থেকে গৌতম গাইনের অর্ধগলিত লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫