সম্প্রতি রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজি, খুন, নৈরাজ্যের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা। শনিবার বিকেল ৫টার দিকে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, যাত্রাবাড়ী এলাকার যুবদল নেতা মশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর-যাত্রাবাড়ী রুটের ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ পরিবহন মালিকদের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে ২৫টি বাসে ভাঙচুর চালানো হয় এবং ১০ জন বাস শ্রমিককে মারধর করা হয়।

তারা বলেন, এই পরিস্থিতিতে শরীয়তপুর থেকে ঢাকার গণপরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এ ধরনের অপরাধ কর্মকাণ্ড বাড়ছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রশ্নবিদ্ধ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আমরা দেখেছি কীভাবে চাঁদার জন্য ব্যবসায়ী খুন হচ্ছে, বাসে হামলা হচ্ছে, শ্রমিক মার খাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।

এসময় দেশজুড়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবিও জানান তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদ ম স ত

এছাড়াও পড়ুন:

পাবনায় বালুমহল দখল নিতে গুলি, আহত ১

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে আবার এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে সোহান মোল্লা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ, বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈম্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈম্বরদীসহ বিভিন্ন এলাকার বালুমহলের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেটি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জুন গুলি চালায় কাকন বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও গুলি চালায় এ বাহিনী। এ সময় ঘাস কাটতে যাওয়া সোহান হোসেন গুলিবিদ্ধ হন।

ঈম্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ