সম্প্রতি রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজি, খুন, নৈরাজ্যের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা। শনিবার বিকেল ৫টার দিকে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, যাত্রাবাড়ী এলাকার যুবদল নেতা মশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর-যাত্রাবাড়ী রুটের ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ পরিবহন মালিকদের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে ২৫টি বাসে ভাঙচুর চালানো হয় এবং ১০ জন বাস শ্রমিককে মারধর করা হয়।

তারা বলেন, এই পরিস্থিতিতে শরীয়তপুর থেকে ঢাকার গণপরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এ ধরনের অপরাধ কর্মকাণ্ড বাড়ছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রশ্নবিদ্ধ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আমরা দেখেছি কীভাবে চাঁদার জন্য ব্যবসায়ী খুন হচ্ছে, বাসে হামলা হচ্ছে, শ্রমিক মার খাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।

এসময় দেশজুড়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবিও জানান তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদ ম স ত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ