২১ দফা দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। 

এ সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একাডেমিক কাউন্সিল ডাকে। 

কলেজের অধ্যক্ষ মাজহারুল শাহিন সমকালকে বলেন, দ্রুত ছাত্ররা ক্লাসে ফিরে আসবে- এটাই তাঁর বিশ্বাস। 

তিনি বলেন, ২১ দফার বিভিন্ন দফা এরই মধ্যে কার্যকর হতে শুরু করেছে। নিরাপত্তার বিষয়টি দেখে হাসপাতালের প্রধান সড়কের ফুটপাতের সমস্ত দোকান উচ্ছেদ করা হয়েছে। আনসারদের তৎপরতা বাড়ানো হয়েছে। ক্যাম্পাসের সব গেটে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারপরও ছাত্ররা কেন শাটডাউনে গেল তা বোধগম্য নয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ