‘১০০ কোটি রুপির বেশি...’—শাস্ত্রী জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটারদের আয়
Published: 22nd, July 2025 GMT
ভারতের তারকা ক্রিকেটারদের আয় কত—এই প্রশ্নের জবাবে চমকপ্রদ তথ্য দিলেন রবি শাস্ত্রী। ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের জীবনযাপন ও চাপ নিয়ে কথা বলতে গিয়েই তাঁর ভারতীয় ক্রিকেটারদের আয়ের প্রসঙ্গ উঠে আসে। এ সময় শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয় ভারতের তারকারা কত আয় করেন।
শাস্ত্রী জানান, সঠিক অঙ্ক তিনি জানেন না, তবে সেটা যে ১০০ কোটির বেশি (প্রায় ১০ মিলিয়ন পাউন্ড), তা নিয়ে সন্দেহ নেই। তাঁর মতে, এম এস ধোনি, বিরাট কোহলি কিংবা শচীন টেন্ডুলকার সেরা সময়ে ১৫-২০টা বিজ্ঞাপনে কাজ করেছেন এবং ব্র্যান্ড-এন্ডোর্সমেন্ট থেকে মোটা অঙ্কের আয় করেছেন।
তারা অনেক আয় করে। অবশ্যই বিজ্ঞাপন থেকেই প্রচুর আয় হয়। আমি বলব, ১০০ কোটি রুপির বেশি তো হবেই। প্রায় এক কোটি পাউন্ড বলা যায়।রবি শাস্ত্রী, ভারতের সাবেক কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রীভারতের সাবেক কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/শাহীন/রাজীব