জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় একটি এবং জেলা কারাগারে ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নতুন এ দুই মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৪৪২ জনকে।

এ নিয়ে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মোট ১০টি মামলা দায়ের হলো। এসব মামলায় মোট আসামি ৯ হাজার ৮৪৬ জন। 

এদিকে, বিভিন্ন মামলায় আরো ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো ৩২২ জন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ অভিযোগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলো—টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি জামান পল্লব, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস কালু, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির মোল্লা, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক মমিন মর্তুজা, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা প্রমুখ।

মামলার এজাহার বলা হয়েছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ নস্যাৎ করার লক্ষ্যে টুঙ্গিপাড়ায় পিরোজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা ও জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে থাকে। এছাড়া, মহাসড়কের পাশে সরকারি সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করে।

তিনি আরো বলেন, এ মামলার এজাহারনামীয় ২৩ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অপরদিকে, গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো.

সাজেদুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা কারাগার ভাঙচুরের ঘটনায় জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

এ নিয়ে সংহিসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় থানায় চারটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ-সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। 

ঢাকা/বাদল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ দ য় র কর র ঘটন য় এনস প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।

আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ