গোপালগঞ্জে সহিংসতা ও কারাগারে ভাঙচুরের ঘটনায় আরো ২ মামলা
Published: 23rd, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় একটি এবং জেলা কারাগারে ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নতুন এ দুই মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৪৪২ জনকে।
এ নিয়ে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মোট ১০টি মামলা দায়ের হলো। এসব মামলায় মোট আসামি ৯ হাজার ৮৪৬ জন।
এদিকে, বিভিন্ন মামলায় আরো ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো ৩২২ জন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ অভিযোগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলো—টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি জামান পল্লব, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস কালু, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির মোল্লা, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক মমিন মর্তুজা, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা প্রমুখ।
মামলার এজাহার বলা হয়েছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ নস্যাৎ করার লক্ষ্যে টুঙ্গিপাড়ায় পিরোজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা ও জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে থাকে। এছাড়া, মহাসড়কের পাশে সরকারি সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করে।
তিনি আরো বলেন, এ মামলার এজাহারনামীয় ২৩ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অপরদিকে, গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো.
এ নিয়ে সংহিসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় থানায় চারটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ-সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
ঢাকা/বাদল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ দ য় র কর র ঘটন য় এনস প
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা