নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে উপাচার্য নোবিপ্রবিকে ডেল্টা প্ল্যানের আওতায় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ ডেল্টা প্ল্যান মূলত ডাচ (নেদারল্যান্ডস) অভিজ্ঞতা ও কারিগরি সহায়তার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। ডেল্টা ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে পরিচিত এবং বাংলাদেশের কোস্টাল জোন উন্নয়ন ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের প্রযুক্তিগত অবদান রয়েছে।

আরো পড়ুন:

নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগ: প্রকল্পের মেয়াদ শেষ, শুরু হয়নি ল্যাবের নির্মাণ কাজ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তা আটক

সাক্ষাতে উভয়ে উচ্চশিক্ষা, গবেষণা এবং নেদারল্যান্ডস-বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় নোবিপ্রবি উপাচার্য বলেন, “বাংলাদেশে ডেল্টা প্ল্যানের ছয়টি হটস্পটের মধ্যে অন্যতম হটস্পট হলো কোস্টাল জোন। নোবিপ্রবি সেই কোস্টাল জোনে অবস্থিত। নেদারল্যান্ডসের পক্ষ থেকে যদি ডেল্টা প্ল্যানের আওতায় কোনো গবেষণা বা উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়, তবে নোবিপ্রবিকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।”

রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ নোবিপ্রবি এবং নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেকোনো ধরনের একাডেমিক সহযোগিতা ও যৌথ গবেষণায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.