পিয়াস মজিদ
রুদ্ধ
আমার ঘুম পাতলা
স্বপ্ন ঢুকতে না ঢুকতেই
ভেঙে যায় কচি নিদ্রা,
১০০ বছর হয়
কাফকার লাশের,
মনের বন থেকে
পাতা ঝরে
আয়তন বাড়ে
মেমোরির মাঠে,
চা-পাতা দিয়ে রাখি;
তবু এত সব
দৃশ্যখোর নিশ্বাসের
পচা গন্ধ মৌ মৌ
আরও ০১টা ভোর
২৯ জুলাই ২০২৪
রিশি কাব্য
মাথার মধ্যে দেশ,
বুকের মধ্যে প্রেমিকা
এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজভর্তি বারুদের গন্ধে
মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুনের গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা
ফ্যাসিস্ট কারা? স্বৈরাচার কে?
শকুনের ভয়ে থাকে ঘরে কে?
মায়ের বুকের আর্তনাদ—
হামার বেটাকে মারলু কেন?
তৃষ্ণার্ত কালো র্যাব,
পানি লাগবে আর কারও?
শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়, সাঈদের রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই।
কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দবোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেলের ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ
প্লেনের শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টারের শব্দে আতঙ্ক লাগার সময়ে আজ
এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে
এই শহর নেশায় বুঁদ বারুদের গন্ধে।
২৯ জুলাই ২০২৪
কাজী ওয়ালী উল্লাহ
মার্চ টু ঢাকা
এই অন্ধকারে যারা বের হয়ে পড়ছে
তাদের জামার ভেতর আজ লুকানো আলো
দীর্ঘ সফরের পর যাত্রাবাড়ী, উত্তরা, নবীনগর, আমিনবাজারের
মোড়গুলোতে দাঁড়িয়ে
তারা কাপড় ঝাড়া দিবে
আর ঢাকায় সকাল হবে
এখনো যে মুহররম হয় নাই শেষ
এখনো যে জুলাই চলমান
এই তো তাদের মর্যাদা
তাদের অন্তরে প্রকাশ হয়ে আছে কারবালার গোপন বিজয়
তাদের হাতের বাঁশগুলো তিতুমীরের দুর্গ থেকে খুলে আনা
ঢাকার বুকে যে দুধ জমা হয়ে আছে
কাল তারা তা শিশুর মতো পান করবে
আর ঢাকাকে স্বাদ দিবে নতুন মাতৃত্বের
৪ আগস্ট ২০২৪
অলংকরণ: আরাফাত করিম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই শহর
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী