পিয়াস মজিদ
রুদ্ধ
আমার ঘুম পাতলা
স্বপ্ন ঢুকতে না ঢুকতেই
ভেঙে যায় কচি নিদ্রা,
১০০ বছর হয়
কাফকার লাশের,
মনের বন থেকে
পাতা ঝরে
আয়তন বাড়ে
মেমোরির মাঠে,
চা-পাতা দিয়ে রাখি;
তবু এত সব
দৃশ্যখোর নিশ্বাসের
পচা গন্ধ মৌ মৌ
আরও ০১টা ভোর
২৯ জুলাই ২০২৪
রিশি কাব্য
মাথার মধ্যে দেশ,
বুকের মধ্যে প্রেমিকা
এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজভর্তি বারুদের গন্ধে
মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুনের গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা
ফ্যাসিস্ট কারা? স্বৈরাচার কে?
শকুনের ভয়ে থাকে ঘরে কে?
মায়ের বুকের আর্তনাদ—
হামার বেটাকে মারলু কেন?
তৃষ্ণার্ত কালো র্যাব,
পানি লাগবে আর কারও?
শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়, সাঈদের রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই।
কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দবোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেলের ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ
প্লেনের শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টারের শব্দে আতঙ্ক লাগার সময়ে আজ
এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে
এই শহর নেশায় বুঁদ বারুদের গন্ধে।
২৯ জুলাই ২০২৪
কাজী ওয়ালী উল্লাহ
মার্চ টু ঢাকা
এই অন্ধকারে যারা বের হয়ে পড়ছে
তাদের জামার ভেতর আজ লুকানো আলো
দীর্ঘ সফরের পর যাত্রাবাড়ী, উত্তরা, নবীনগর, আমিনবাজারের
মোড়গুলোতে দাঁড়িয়ে
তারা কাপড় ঝাড়া দিবে
আর ঢাকায় সকাল হবে
এখনো যে মুহররম হয় নাই শেষ
এখনো যে জুলাই চলমান
এই তো তাদের মর্যাদা
তাদের অন্তরে প্রকাশ হয়ে আছে কারবালার গোপন বিজয়
তাদের হাতের বাঁশগুলো তিতুমীরের দুর্গ থেকে খুলে আনা
ঢাকার বুকে যে দুধ জমা হয়ে আছে
কাল তারা তা শিশুর মতো পান করবে
আর ঢাকাকে স্বাদ দিবে নতুন মাতৃত্বের
৪ আগস্ট ২০২৪
অলংকরণ: আরাফাত করিম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই শহর
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত