Prothomalo:
2025-07-31@08:27:30 GMT

কবিতা

Published: 26th, July 2025 GMT

পিয়াস মজিদ

রুদ্ধ

আমার ঘুম পাতলা

স্বপ্ন ঢুকতে না ঢুকতেই

ভেঙে যায় কচি নিদ্রা,

১০০ বছর হয়

কাফকার লাশের,

মনের বন থেকে

পাতা ঝরে

আয়তন বাড়ে

মেমোরির মাঠে,

চা-পাতা দিয়ে রাখি;

তবু এত সব

দৃশ্যখোর নিশ্বাসের

পচা গন্ধ মৌ মৌ

আরও ০১টা ভোর

২৯ জুলাই ২০২৪

রিশি কাব্য

মাথার মধ্যে দেশ,

বুকের মধ্যে প্রেমিকা

এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে

এই শহরে ছাত্র পড়ে থাকে মগজভর্তি বারুদের গন্ধে

মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুনের গুলি

রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা

ফ্যাসিস্ট কারা? স্বৈরাচার কে?

শকুনের ভয়ে থাকে ঘরে কে?

মায়ের বুকের আর্তনাদ—

হামার বেটাকে মারলু কেন?

তৃষ্ণার্ত কালো র্যাব,

পানি লাগবে আর কারও?

শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়, সাঈদের রক্তে,

তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই।

কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দবোমায়

ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান

টিয়ারশেলের ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ

প্লেনের শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে

হেলিকপ্টারের শব্দে আতঙ্ক লাগার সময়ে আজ

এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে

এই শহর নেশায় বুঁদ বারুদের গন্ধে।

২৯ জুলাই ২০২৪

কাজী ওয়ালী উল্লাহ

মার্চ টু ঢাকা

এই অন্ধকারে যারা বের হয়ে পড়ছে

তাদের জামার ভেতর আজ লুকানো আলো

দীর্ঘ সফরের পর যাত্রাবাড়ী, উত্তরা, নবীনগর, আমিনবাজারের

                                                      মোড়গুলোতে দাঁড়িয়ে

তারা কাপড় ঝাড়া দিবে

আর ঢাকায় সকাল হবে

এখনো যে মুহররম হয় নাই শেষ

এখনো যে জুলাই চলমান

এই তো তাদের মর্যাদা

তাদের অন্তরে প্রকাশ হয়ে আছে কারবালার গোপন বিজয়

তাদের হাতের বাঁশগুলো তিতুমীরের দুর্গ থেকে খুলে আনা

ঢাকার বুকে যে দুধ জমা হয়ে আছে

কাল তারা তা শিশুর মতো পান করবে

আর ঢাকাকে স্বাদ দিবে নতুন মাতৃত্বের

৪ আগস্ট ২০২৪

অলংকরণ: আরাফাত করিম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই শহর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ট্রেনটি এখন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করবে ভোর ৫টা ৫০ মিনিটে।

আর কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২ নম্বর ট্রেন) ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়বে সকাল ১০টায়। এখন এ ট্রেন ছাড়ে ১০টা ২০ মিনিটে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন।

কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয়। এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস। এটাও দেওয়া হয় ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে ট্রেন না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেন। এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে সেই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে। গত বছরের ১২ জুন থেকে আবার চালু হয় ট্রেন। আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে।

আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

সম্পর্কিত নিবন্ধ