ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার সূচি প্রকাশ
Published: 27th, July 2025 GMT
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের অনলাইনে ফরম দাখিল করতে হবে। অনলাইনে ফরম দাখিল করা যাবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। এ তারিখের পর কোনো আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা হবে না।
পরীক্ষা ফি কত—ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় জেএআইবিবি (JAIBB) এবং ডিএআইবিবি (DAIBB) পর্বের নতুন ও পুরোনো সব পরীক্ষার্থীর জন্য পরীক্ষা ফি প্রতি বিষয়ে ৩০০ (তিন শ) টাকা। এ ছাড়া পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা থেকে প্রতি পরীক্ষায় ৩০০ টাকা ফিক্সড কস্ট নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি সোনালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক (DBBL), রকেট (Rocket) ও বিকাশ (bKash)–এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫পরীক্ষার তারিখ, সময় ও স্থান—পরীক্ষা আগামী ১১, ১৮ এবং ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ৯ ঘণ্টা আগেপরীক্ষার কেন্দ্র—বিভাগীয় সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাঁদের সুবিধার্থে যেকোনো বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্র নির্বাচন করতে পারবেন।
পরীক্ষার সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।