পর্নো প্রদর্শন করে, যুক্তরাজ্যের এমন প্রায় ছয় হাজার ওয়েবসাইট ব্যবহারকারীদের বয়স যাচাই শুরু করেছে। ব্যবহারকারীদের বয়স ১৮ বছরের বেশি কি না, তা গত শুক্রবার থেকে যাচাই করে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের সরকারি সংস্থা অফকম বিষয়টি নিশ্চিত করেছে।

অফকমের একটি কাজ হলো, যুক্তরাজ্যের বিভিন্ন সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রণ করা। সংস্থাটির প্রধান নির্বাহী ডেম মেলানি ডয়েস বিবিসিকে বলেন, ‘অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি খাত থেকে আমরা শুধু প্রতিশ্রুতিই পাচ্ছি না, পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে।’

বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে মেলোনি ডয়েস আরও বলেন, এর আগে কোনো দেশ বয়স যাচাইয়ের এমন পদক্ষেপ বাস্তবায়নে সফলতা পায়নি। এমনকি ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ এতগুলো প্ল্যাটফর্ম থেকে প্রতিশ্রুতি আদায়ের ঘটনাও ঘটেনি।

অফকমের প্রধান নির্বাহী সফলতার কথা বললেও বিবিসির পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার সকালে যুক্তরাজ্যে অন্তত একটি বড় পর্নো ওয়েবসাইটে বয়স যাচাই ছাড়াই প্রবেশ করা যাচ্ছিল। বিশেষজ্ঞরা এখনো অফকমের বয়স যাচাইপ্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে সংশয়ে রয়েছেন। তাঁদের আশঙ্কা হলো, ব্যবহারকারীরা বিশেষ করে শিশুরা এই প্রক্রিয়া সহজেই এড়িয়ে যেতে পারবে।

মেলোনি ডয়েস বলেন, ‘বর্তমানে আমরা জীবনের নানা ক্ষেত্রে বয়স প্রমাণে অভ্যস্ত হয়ে উঠেছি। এ কারণে অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে বয়স যাচাই আরও যৌক্তিক একটি বিষয়। আমার মনে হয়, লোকজন বেশ অবাক হয় যখন তারা দেখে যে মনস্টারের (এনার্জি ড্রিংক) ক্যান কিনতে গেলে বয়স যাচাই করা হয়, কিন্তু অনলাইনে নির্দিষ্ট কিছু জিনিস দেখতে গেলে যাচাই হয় না।’

যুক্তরাজ্যে বয়স যাচাইয়ের যে নিয়ম চালু হয়েছে, তাতে পর্নো ওয়েবসাইটগুলো আর কোনোভাবেই শিশুদের সুরক্ষার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না বলে উল্লেখ করেছেন শিশু কল্যাণবিষয়ক সংস্থা এনএসপিসিসির প্রধান নির্বাহী ক্রিস শেরউড। তিনি বলেন, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার এবং তাদের প্ল্যাটফর্মে শিশুদের ক্ষতিকর আধেয়র মুখোমুখি হওয়া ঠেকানোর এখনই সময়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর জ য বয়স য চ ই

এছাড়াও পড়ুন:

সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।

সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।

আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫

আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত