কাঙ্খিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আ
Published: 28th, July 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তথা উত্তরাঞ্চলের প্রতি হওয়া বাজেট বৈষম্যের অবসানসহ দুই দফা দাবিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার মর্ডান মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে ঘণ্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বছর বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চল অবহেলিতই থেকে যাচ্ছে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বাজেট বৈষম্য প্রকট। এবারের বাজেটেও এই চিত্রের ব্যতিক্রম হয়নি। তাই এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
আরো পড়ুন:
ছাত্রীকে যৌন হয়রানি করার পাবিপ্রবি শিক্ষককে বহিষ্কার
চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা আবু সাঈদের সহপাঠীরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডার্ন ব্লকেড, অসহযোগ আন্দোলনসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
তিনি বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বর্জন কর্মসূচি চলবে।”
এ সময় অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বেরোবির শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমন প্রমুখ।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।
এদিকে, উত্তরবঙ্গের ছাদ জেলার প্রবেশদ্বার মর্ডান মোড় ব্লকের কর্মসূচির ফলে মহাসড়কের দু'ধারে দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের তীব্র যান সৃষ্টি হয় ভোগান্তিতে পরে মানুষ। তবে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর দেড়টার দিকে প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো.
ঢাকা/আমিরুল/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ ব গম র ক য অবর ধ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ
উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।
বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টায় মাঝিরখোলা রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থী ও রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুলিয়া এলাকায় বিক্ষোভ করছেন। এর পাশেই ঢাকা-উত্তরবঙ্গ রুটের রেললাইনে অবস্থান নিয়েছেন৷ এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়েছে৷
শিক্ষার্থীরা বলছেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এর পাশাপাশি বুধবার সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা রেললাইন ব্লক করে দিয়েছে। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে।
ঢাকা/রেজাউল/রফিক