বন্ধুকে মারধরের অভিযোগ, তাসকিন বলছেন ‘মিথ্যা’
Published: 28th, July 2025 GMT
বন্ধুকে মারধরের ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। প্রথম আলোকে মুঠোফোনে আজ তাসকিন বলেছেন, ‘এটা মিথ্যা কথা। আমি কাউকে মারিনি। যারা আমার নামে থানায় অভিযোগ করেছে, তারা এখন উল্টো আমাকে স্যরি বলছে।’
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে তাসকিনের বিরুদ্ধে কাল গভীর রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি, যিনি তাঁর ছোট বেলার বন্ধু বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমি কাউকে মারিনি। কাল সন্ধ্যায় আমার এক বন্ধু রসির সঙ্গে আমাদেরই আরেক বন্ধু সৌরভের হাতাহাতি হয়। ঘটনা শুনে আমি মোহাম্মদপুর থানার ওসিকে অনুরোধ করি বিষয়টি দেখতে। পরে ওসি সাহেব ঘটনার তদন্তে নামলে সৌরভরা ক্ষিপ্ত হয়ে আমার নামে কাল অনেক রাতে মিরপুর মডেল থানায় ডায়েরি করে।’
তাসকিনের দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগ করে এখন উল্টো বিব্রত অভিযোগকারীরা, ‘ওদের সবার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক। আমি সৌরভকে জিজ্ঞেস করেছি, তুই এটা কেন করলি? আমার নামে অভিযোগ কেন দিলি? আমি তো সেখানে ছিলামই না! সে বলেছে, সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে। সৌরভ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, অভিযোগও প্রত্যাহার করেছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগকারী সৌরভ আজ মৌখিকভাবে মিরপুর মডেল থানাকে জানিয়েছেন, তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান। তবে থানা থেকে তাঁকে জানানো হয়, যেহেতু তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন, তাঁকে অভিযোগ প্রত্যাহারও করতে হবে লিখিতভাবে। থানায় সশরীরে গিয়ে তাঁকে তা করতে বলা হয়েছে।
এদিকে মারামারির অভিযোগে বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর ঘটনা নিজের জন্য অস্বস্তিকর এবং মর্যাদাহানির বলে মনে করেন তাসকিন, ‘বিষয়টা নিয়ে আজ সকাল থেকে অনেক কিচ্ছু হচ্ছে, আমি টায়ার্ড। এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। তবে পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে আমি আসলেই এ রকম কিছু করেছি কিনা।’
এই ঘটনা নিয়ে এরই মধ্যে তাসকিনের বাবার একটি বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, যাতে ছেলে তাসকিনের প্রতি তাঁর অসন্তুষ্টিই প্রকাশ পেয়েছে। যদিও তাসকিন বলেছেন, ‘সৌরভের খালা আমার বাবাকে ফোন করেছিলেন। বাবা তখন কথায় কথায় আমাদের সব বন্ধুদের নিয়েই হয়তো কিছু বলে থাকতে পারেন। সেটাকেই কেউ কেউ খণ্ডিত করে প্রচার করছে। এটা ঠিক নয়।’
বিকেল নিজের দেওয়া এক ফেসবুকে পোস্টেও তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।’
তিনি আরও লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সে জন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনো ভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন।’
ছড়িয়ে পড়া ঘটনাটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তাসকিন পোস্টে আরও লিখেছেন, ‘আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’
আরও পড়ুনতাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন