চীনে ভারী বৃষ্টিপাত অব্যাহত, বেইজিংয়ে নিহত ৩০
Published: 29th, July 2025 GMT
চীনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির রাজধানী বেইজিংসহ পুরো উত্তরাঞ্চল। চলমান বন্যায় বেইজিংয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি চলছে। বেইজিংয়ে প্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কয়েক ডজন রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে বের করে আনছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে বৃষ্টি-জোয়ারে সড়ক বিচ্ছিন্ন, মানুষের দুর্ভোগ
চীনে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ১১টি প্রদেশে বন্যার সতর্কতা জারি
চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, আগামী দুই দিন ধরে উত্তর চীনে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পানিসম্পদ মন্ত্রণালয় ১১টি প্রদেশ ও অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে। এর মধ্যে শানসি ও হুবেই প্রদেশের বন্যা পরিস্থিতিও ভয়াবহ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। আর যেন প্রাণহানি না ঘটে সেজন্য সতর্ক থাকার কথা বলেছেন।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে ৫০ মিলিয়ন ইউয়ান বরাদ্দের ঘোষণা দিয়েছে। এই তহবিল উত্তর চীনের দুর্যোগপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, সেতু, পানি সংরক্ষণ বাঁধ, স্কুল ও হাসপাতাল মেরামতের জন্য ব্যবহার করা হবে।
চীনের উত্তরাঞ্চল মুষলধারে বৃষ্টিপাতের কবলে পড়লেও, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে। মধ্য ও পূর্বাঞ্চলে আগামী সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার জনগণকে তাপদাহের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানায়, বছরের প্রথমার্ধে প্রাকৃতিক দুর্যোগের কারণে চীনের ৫৪.
মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ৯০ শতাংশেরও বেশি ক্ষতির জন্য দায়ী।
চলতি সপ্তাহের বন্যার আগে, দেশটিতে এ বছরে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিরূপ আবহাওয়া চীনের বাসিন্দা ও দেশের অর্থনীতিকে ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে ফেলছে, বিশেষ করে চীনের ট্রিলিয়ন ডলারের কৃষি খাতকে।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫